Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
লিওনেল মেসি। ফুটবল বিশ্বে যাঁর নামই একমাত্র পরিচয়। পুরো ক্যারিয়ারে ৮৬০ গোলের মালিক এই আর্জেন্টাইন মহাতারকা মাঠে তাঁর বাম পায়ের জাদুতে বিশ্বের কোটি ভক্তকে করেছেন মোহিত। শিল্পিত গোল, ম্যাচ জেতানো মুহূর্ত কিংবা ট্রফি নির্ধারণ করা গোল—মেসির ঝুলিতে আছে সবই। তবে এসব গোলের ভিড়েও তিনি বেছে নিয়েছেন এক নির্দিষ্ট গোলকে, যেটা নাকি তার সবচেয়ে প্রিয়।
মজার ব্যাপার হলো, প্রিয় গোলটি কিন্তু মেসির বিখ্যাত বাম পা থেকে আসেনি। এসেছে তাঁর মাথা থেকে। ২০০৯ সালের ২৭ মে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে করা সেই দুর্লভ হেডারটাই মেসির হৃদয়ের সবচেয়ে কাছের গোল।

পেপ গার্দিওলার বার্সেলোনার প্রথম ট্রেবল জয়ী মৌসুম। ফাইনালে স্যামুয়েল এতোর গোলে এগিয়ে ছিল বার্সা। তবে মেসির হেডে করা গোলেই নিশ্চিত হয় দলের জয়, এবং ইউনাইটেড রক্ষণের শেষ আশা নিভে যায়। ডান দিক থেকে জাভির মাপা ক্রসে নিখুঁত হেড করে বল জালে জড়ান তরুণ মেসি। বয়স তখন ২১, ফুটবল ক্যারিয়ারে কৈশোর পেরিয়ে কেবলই পা রাখছেন তারুণ্যে। ওই গোলের মাধ্যমেই যেন নিজের আগমনী বার্তা দিয়ে দেন বিশ্ব ফুটবলে।
প্রিয় গোল বেছে নেওয়ার এই সিদ্ধান্ত হঠাৎ নয়। সম্প্রতি ইন্টার মায়ামি ফাউন্ডেশনের উদ্যোগে ‘গোল ইন লাইফ’ নামে একটি দাতব্য প্রকল্পের অংশ হিসেবে নিজের সবচেয়ে পছন্দের গোল বেছে নিয়েছেন মেসি। এই গোলটির একটি চিত্রকর্ম তৈরি করে সেটি নিলামে তোলা হবে, যার আয় যাবে দাতব্য খাতে।
মেসি এ প্রসঙ্গে বলেন, “আমার অনেক গোলই আছে যেগুলো হয়তো এই গোলের চেয়ে বেশি সুন্দর কিংবা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইউনাইটেডের বিপক্ষে হেডে করা এই গোলটাই আমার সবচেয়ে পছন্দের।”
হেডে গোল করা মেসির জন্য বিশেষ কিছু। ৮৬০ গোলের মধ্যে হেডে গোল মাত্র ২৮টি। সেই বিরল গোলগুলোর মধ্যে এই একটি উঠে এসেছে তার হৃদয়ের সবচেয়ে উপরের সারিতে। সে ম্যাচে প্রতিপক্ষ দলে ছিলেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও। এমন এক মঞ্চে এমন এক গোলই বা কম কীসে?
রেকর্ড ৮টি ব্যালন ডি’অর জয়ী মেসির এমন আবেগঘন নির্বাচনে ফুটবলপ্রেমীরা যেন আরও একবার ফিরে দেখলেন কিংবদন্তির কৈশোরের ঝলক। যেখানে খেলোয়াড় মেসি নয়, কথা বলেছে কিশোর মেসির স্বপ্ন, সাহস আর নির্ভীকতা।