27 C
Dhaka
শুক্রবার, মে ২৩, ২০২৫

সাবেক পুত্রবধূ সামান্থার সাফল্যে গর্বিত শাশুড়ি অমলা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ভালোবেসে ঘর বেঁধেছিলেন অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে। ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এ তারকা জুটি। ২০২১ সালের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। এরপর দুজন দুদিকে। আর নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের মূল কারণই ছিল শোভিতা ধূলিপালার সঙ্গে ঘনিষ্ঠতা। এরপর নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করে সংসারী হন।

এদিকে সাবেক শাশুড়ি মায়ের সঙ্গে ফের মুখোমুখি হলেন অভিনেত্রী সামান্থা। সাবেক বউমায়ের সাফল্যে গর্বিত নাগার্জুনপত্নী অমলা। নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর এই প্রথম কোনো অনুষ্ঠানে একসঙ্গে এলেন অমলা-সামান্থা। তাদের কোনো বাক্যবিনিময় হয়েছে কিনা, সেটি অবশ্য জানা যায়নি।

অভিনেতা নার্গাজুনের দ্বিতীয় স্ত্রী নাগা চৈতন্যের সৎমা। তবু শাশুড়ি হিসেবে প্রথম থেকে অমলাকেই পেয়েছিলেন সামান্থা। সম্প্রতি দক্ষিণী সিনেমায় ১৫ বছর পূর্ণ করলেন সামান্থা। সেই উপলক্ষে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন অভিনেত্রী। হাজির ছিলেন নাগার্জুনপত্নী অমলাও। সাফল্যের সঙ্গে দক্ষিণী সিনেমায় ১৫ বছর পার করতে পেরে আনন্দিত ও গর্বিত বলে জানান সামান্থা। সেসব কথা বলতে বলতেই চোখ ভিজে আসছিল অভিনেত্রীর। সামান্থার সাফল্যে তখন দর্শকাসনে বসে করতালির মাধ্যমে অভিবাদন জানাছিলেন শাশুড়ি মা অমলা। ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। তাতেই দুই নারীকে শুভকামনা জানিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

গুজবে কান দেবেন না : আইএসপিআর

 খবরের দেশ ডেস্ক : সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।...