28 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫

সংকট সমাধানে গণতান্ত্রিক উত্তরণই একমাত্র পন্থা : মঈন খান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশে চলমান সংকট সমাধানে গণতান্ত্রিক উত্তরণই একমাত্র পন্থা। এই মুহূর্তে শুধু সরকার বা রাজনৈতিক দল নয়, দেশের গণমানুষকেও সচেতন থাকতে হবে।

শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ কর্তৃক আয়োজিত গনতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মইন খান বলেন, ২৪ সালের জুলাইয়ের ঘটনা এবং ৫ আগস্টে দেশের যে পরিবর্তন এসেছিল, তার মাত্র ৯ মাসের ব্যবধানে বাংলাদেশে এমন পরিস্থিতি কেন তৈরি হলো? দেশের ১৮ কোটি মানুষের সামনে একটি মাত্র সমাধান, গণতন্ত্রের উত্তরণ। এছাড়া দ্বিতীয় কোনো সমাধান নেই।

বিগত ১৫ বছরে সঠিক নির্বাচন হয়নি, তাই দেশ সঠিক পথে যেতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, কুক্ষিগত করে রাখা হতো আগে বিচার বিভাগকে। যদি এখনও তাই হয়, তাহলে পরিবর্তন কোথায়?

বিএনপি নির্বাচন চেয়ে কোনো অপরাধ করেনি দাবি করে মঈন খান বলেন, বিএনপি বাধ্যগত ঐক্য চায় না। বাংলাদেশের পরিবর্তন চায় বিএনপি। কিন্তু কোন পরিবর্তন সেটা আগে ঠিক করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণতন্ত্র একটি খারাপ ব্যবস্থা। কিন্তু গণতন্ত্র ছাড়া আর বাকি সব ব্যবস্থা আরও বেশি খারাপ। ৭১ সালে এই সত্যটি উপলব্ধি করেই গণতন্ত্রের জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। কিছু ঐতিহাসিক সত্য রয়েছে। যা কখনো অস্বীকার করা যাবে না। সময়ের বিবর্তনে হয়তো তার গুরুত্ব কমে যায়। ৭১ এর মতো যারা অস্বীকার করতে চায় ইতিহাসকে, আস্তাকুঁড়ে নিক্ষেপ করা উচিত তাদের।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...