29 C
Dhaka
রবিবার, মে ২৫, ২০২৫

ক্রিকেটে আজই কি ধোনির ‘শেষ’?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

জাতীয় দলকে বহু আগেই মহেন্দ্র সিং ধোনি বিদায় বলে দিয়েছেন। তবে বয়স ৪৩ হলেও আইপিএলে খেলে যাচ্ছেন এখনও, যদিও পারফর্ম্যান্স মোটেও তার পক্ষে কথা বলছে না। এমন পরিস্থিতিতেই চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচটা খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। তাতে প্রশ্ন উঠছে, আজই কি ধোনির ক্যারিয়ারের শেষ ম্যাচ?

বিপরীতে আরও একটা প্রশ্নও উঠছে বৈকি! ধোনিকে নিয়ে ওপরের প্রশ্নটা সেই চেন্নাইয়ের সবশেষ শিরোপাজয়ী মৌসুম থেকেই চলে আসছে। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে ধোনি ঠিকই পরের মৌসুমে মাঠে নামছেন। তাতে এবার অন্য প্রশ্ন উঠছে, ধোনি কি আগামী আইপিএল মৌসুমেও খেলবেন?

তবে দুটো প্রশ্নেরই নির্দিষ্ট কোনো উত্তর নেই। ক্রিকেটপ্রেমীদের মতোই অন্ধকারে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। ধোনি কিছুই জানাচ্ছেন না নিজের অবসরের বিষয়ে।

কিছু দিন আগে ধোনিকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল। জবাব এড়িয়ে যান ভারতের সাবেক অধিনায়ক। তিনি বলেছিলেন, ‘দুই আড়াই মাসের কঠোর পরিশ্রমের পর ভাবার অনেকটা সময় পাব। সাত-আট মাস ক্রিকেট থাকবে না। দেখতে হবে শরীর ধকল নিতে পারবে কিনা। আগামী বছর নিয়ে তখন ভাবা যাবে।’

ধোনির অবসর বিষয়টা নিয়ে চর্চা কম হচ্ছে না। সে বিষয়ে প্রশ্ন ধোনির কাছে যেমন গেছে, তেমনি গেছে চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের কাছেও। যদিও জবাবে তিনি বললেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’

শুধু চেন্নাই কোচ নন, ধোনির অভিষ্যৎ জানেন না দলের কেউই। চেন্নাই কর্তৃপক্ষও অন্ধকারে এই বিষয়টি নিয়ে।

আজ রোববার আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে ধোনির দল। তার আগে দলের সহকারী কোচ শ্রীধরন শ্রীরামের কাছেও প্রশ্ন ধেয়ে গিয়েছিল এ বিষয়ে। সে প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি খুব বেশি জানি না এ ব্যাপারে। সত্যিই জানি না কী হতে চলেছে।’ ধোনির পরিকল্পনা দলের কেউ জানেন না বলেও দাবি শ্রীরামের।

তবে অন্য বিষয়ে ঠিকই ধারণা আছে তার। এ বছর চেন্নাইয়ের পারফরম্যান্স যাচ্ছেতাই। কেন এমন হলো? শ্রীরাম বলেছেন, ‘কোচ ফ্লেমিং, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং ধোনি আছে দলে। ওরা সমস্যাটা জানে। কী ভুল হয়েছে, কী করা উচিত এ সব নিয়ে ওদের স্বচ্ছ ধারণা রয়েছে। আমার মনে হয়, আমাদের ভবিষ্যৎ ভালোই। বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে।’

তিনি আরও যোগ করেছেন, ‘সবাই জানে আমরা এ বার ভালো খেলতে পারিনি। পরিকল্পনাগুলো ঠিক মতো কাজে লাগাতে পারিনি আমরা। শুধু মিডল অর্ডার বা কোনও বিভাগের ব্যর্থতা এটা নয়। গোটা মৌসুমটাই দল হিসাবে আমরা ভালো খেলতে পারিনি। তাই ফলও ভালো হয়নি। নির্দিষ্ট ভাবে কাউকে বা কোনও বিভাগকে দোষ দেওয়া যায় না।’

- Advertisement -spot_img
সর্বশেষ

সরকারি কর্মচারীদের ১৪ কর্মদিবসের মধ্যে শাস্তি দেওয়া যাবে , অধ্যাদেশ জারি

  খবরের দেশ ডেস্ক : সচিবালয়ে কর্মচারীদের প্রতিবাদের মধ্যেই সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে রবিবার রাতে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ,...