16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

উত্তর কোরিয়ার সঙ্গে পুনরায় যোগাযোগের প্রতিশ্রুতি লি জে-মিয়ংয়ের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

দক্ষিণ কোরিয়ার উদারপন্থী রাষ্ট্রপতি প্রার্থী লি জে-মিয়ং বলেছেন, নির্বাচিত হলে তিনি উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ ও যোগাযোগ আবার শুরু করার চেষ্টা করবেন। আজ সোমবার (২৬ মে) এক ফেসবুক পোস্টে তিনি জানান, সিউল ও পিয়ংইয়ংয়ের মধ্যে যোগাযোগ পুনরায় চালু করতে তিনি সামরিক হটলাইন ব্যবহারের দিকেও নজর দিবেন।

আগামী ৩ জুনের নির্বাচন উপলক্ষে শীর্ষস্থানীয় এই প্রার্থী আরও বলেন, তিনি চীনের সঙ্গে সম্পর্ক স্থিতিশীলভাবে পরিচালনা করতে চান। তাঁর মতে, আগের সরকারগুলোর সময় দুই দেশের সম্পর্ক খারাপের দিকে গিয়েছিল।

লি আরও প্রতিশ্রুতি দেন, তিনি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ককে ‘একটি কৌশলগত জোট’ হিসেবে আরও শক্তিশালী করবেন। এ ছাড়া তিনি দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে সহযোগিতা বাড়ানোর পক্ষে কাজ করবেন। তবে জাপানের সঙ্গে অতীত ইতিহাস ও আঞ্চলিক বিরোধের বিষয়ে তিনি নীতিগত অবস্থান বজায় রাখবেন বলে জানান।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

 

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...