| Your Ads Here 100x100 |
|---|
আন্তর্জাতিক ডেস্কঃ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসরায়েল-ফিলিস্তিনি সংকটে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ইন্দোনেশিয়ায় এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ম্যাক্রোঁ বলেন, “শুধুমাত্র একটি রাজনৈতিক সমাধানই এই সংঘাতে দীর্ঘমেয়াদি শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে।”
ম্যাক্রোঁর এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন পশ্চিমা বিশ্বে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে বিতর্ক তুঙ্গে। কূটনৈতিক মহল মনে করছে, ফরাসি প্রেসিডেন্ট একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে ঝুঁকছেন। তবে এই পদক্ষেপ ইসরায়েলের রোষানলে পড়তে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।
মধ্যপ্রাচ্য নীতিতে ফ্রান্স কোনো দ্বিমুখী মানদণ্ড অনুসরণ করছে না—এ কথা জোর দিয়ে বলেছিলেন ম্যাক্রোঁ। তিনি জানান, সৌদি আরবের সঙ্গে যৌথভাবে ফ্রান্স নিউইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। সেই সম্মেলনের মূল লক্ষ্য হবে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং “ইসরায়েল রাষ্ট্র ও একটি স্বতন্ত্র ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি”কে নতুন করে গুরুত্ব দিয়ে বিবেচনা করা।
বিশ্লেষকদের মতে, এই সম্মেলন মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে পশ্চিমা বিশ্বের মধ্যে এই বিষয়ে মতপার্থক্য আরও তীব্র হতে পারে বলেও সতর্ক করে দিচ্ছেন তারা।
সুত্রঃ রয়টার্স

