| Your Ads Here 100x100 |
|---|
আন্তর্জাতিক ডেস্কঃ
চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৮০ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে এসেছেন। এদের মধ্যে প্রায় ৬২ শতাংশ ফিরে এসেছেন বাণিজ্যিক ফ্লাইটে।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়স্বাল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। খবর এনডিটিভির।
রণধীর জয়স্বাল বলেন, “অভিবাসন-সংক্রান্ত সমস্যা, অবৈধভাবে থাকা ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানো এবং বেআইনি ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত ঘনিষ্ঠভাবে কাজ করছে। আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার পর তাদের ফিরিয়ে আনি।”
তিনি আরও বলেন, “২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৮০ জন ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বা ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে প্রায় ৬২ শতাংশ বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরেন।”
সংবাদ ব্রিফিংয়ে জয়স্বাল যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ভিসা ইস্যু নিয়েও কথা বলেন। তিনি বলেন, “ভারত সরকার সব সময় বিদেশে পড়তে যাওয়া ভারতীয় শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। আমরা মার্কিন সরকারের নতুন নির্দেশনা ও সংশ্লিষ্ট সমস্যাগুলো নিয়ে অবগত আছি এবং বিষয়টি পর্যবেক্ষণ করছি।”
এদিকে পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন বিদেশি নাগরিকদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল আরও কঠোরভাবে যাচাই করার চিন্তা করছে। এরই অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোকে শিক্ষার্থীদের ভিসা ইন্টারভিউয়ের নতুন সময়সূচি না দেওয়ার নির্দেশ দিয়েছেন।

