21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

আলিয়া হামজাকে পাঞ্জাবের রাজনৈতিক কমিটির প্রধান করলেন ইমরান খান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আলিয়া হামজাকে পাঞ্জাব প্রদেশের রাজনৈতিক কমিটির প্রধান হিসেবে নিযুক্ত করেছেন।

জানা যায়, পাঞ্জাবে চার সদস্যের রাজনৈতিক কমিটি গঠনের ব্যাপারে কারাবন্দি ইমরান খান তীব্র আপত্তি প্রকাশ করেন। এবং পিটিআই নেতৃত্বকে আলিয়া হামজাকে রাজনৈতিক কমিটির প্রধান হিসেবে নিযুক্ত করার নির্দেশ দেন। পরে সেই নির্দেশ মোতাবেক পাঞ্জাবের রাজনৈতিক কমিটির প্রধান করা হয় আলিয়া হামজাকে।

এর আগে, পিটিআর নেতাদের গড়া ওই রাজনৈতিক কমিটিতে ছিলেন সালমান আকরাম রাজা, ওমর আইয়ুব খান এবং উসমান আকরাম। পিটিআই নেতারা আলিয়া হামজার চেয়ে উচ্চপদস্থ এই কমিটি গঠনের কথা ইমরান খানকে জানান। তবে এই সিদ্ধান্তে আপত্তি  জানান ইমরান খান। পরে আলিয়া হামজার ব্যাপারে সিনেটর আলী জাফরের মাধ্যমে পিটিআই নেতৃত্বের কাছে একটি বার্তা পাঠান কারাবন্দি ইমরান খান।

সিনেটর আলী জাফরকে পাঠানো ওই বার্তায় আলিয়া হামজাকে কমিটির প্রধান হিসেবে নিযুক্ত করার এবং ফেরদৌস শামীম নকভিকে সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করার নির্দেশ দেন ইমরান খান।

আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলাপচারিতার সময় সিনেটর আলী জাফর, ব্যারিস্টার আলিয়া হামজা, আলী ইমরান এবং ব্যারিস্টার ফয়সাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...