| Your Ads Here 100x100 |
|---|
আন্তর্জাতিক ডেস্কঃ
নারী সেনাদের জন্য চালু থাকা ‘কমব্যাট মোবিলিটি ইউনিট’ প্রশিক্ষণ প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। স্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা ঘাটতির কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনীর সর্বোচ্চ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯ মে) আইডিএফের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট-জেনারেল ইয়াল জামির এই ঘোষণা দেন। ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট–এর প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘ ছয় মাসের পরীক্ষামূলক প্রশিক্ষণ স্কিমটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।
আইডিএফ বলছে, নারী সেনারা তাদের পেশাদার দায়িত্বে দক্ষ হলেও ‘শারীরিক এবং যুদ্ধ ফিটনেসে’ কাঙ্ক্ষিত মানদণ্ডে পৌঁছাতে পারেননি। ফলে প্রশিক্ষণ অব্যাহত রাখলে ভবিষ্যতে তাদের জন্য ‘গুরুতর স্বাস্থ্যঝুঁকি’ তৈরি হতে পারে।
প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদের দায়িত্ব ছিল শত্রুপক্ষের এলাকায় অবস্থানরত পদাতিক বাহিনীর কাছে সরঞ্জাম সরবরাহ ও আহত সেনাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা। তবে নতুন করে পাইলট প্রকল্প চালুর আগ পর্যন্ত ওই ইউনিটে নারী নিয়োগ বন্ধ থাকবে।
তবে এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে নারী সেনাদের জন্য যুদ্ধক্ষেত্রের পথ বন্ধ করে দিচ্ছে না। যারা এরই মধ্যে প্রশিক্ষণে অংশ নিয়েছেন, তাদের জন্য আইডিএফ অন্য যুদ্ধ ইউনিটে কাজের সুযোগ রাখছে। আর কেউ চাইলে অফিস-ভিত্তিক দায়িত্বে চলে যেতে পারবেন।
উল্লেখযোগ্য যে, আইডিএফ-এ পুরুষ ও নারী উভয়ের জন্যই সেনা পরিষেবা বাধ্যতামূলক, তবে কিছু ব্যতিক্রম রয়েছে। এর আগেও নারী সেনারা কুকুর পরিচালনায় ওকেটজ ইউনিট, যুদ্ধ প্রকৌশলী ইউনিট ইয়াহালোম এবং উদ্ধার ইউনিট ৬৬৯-এ সফলভাবে কাজ করেছেন।
নতুন করে চালু হতে যাওয়া প্রশিক্ষণ প্রোগ্রামটি কেমন হবে এবং কবে শুরু হবে, তা এখনো পরিষ্কারভাবে জানায়নি আইডিএফ। তবে এ সিদ্ধান্ত নিয়ে দেশটির সেনাবাহিনীতে নারীদের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষক মহল।

