27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

জয়াকে নিয়ে প্রীতম-এলিটার ভিজ্যুয়াল স্টোরি

জয়াকে নিয়ে প্রীতম-এলিটার ভিজ্যুয়াল স্টোরি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

এবার সিনেমার জয়া আহসানকে দেখা যাবে একটি চমৎকার ভিজ্যুয়াল স্টোরিতে। সাথে রয়েছেন সংগীতাঙ্গণের দুই শিল্পী প্রীতম হাসান ও এলিটা করিম। বোঝাই যাচ্ছে, তিনজনে মিলে অসাধারণ কিছুই হতে চলেছে। স¤প্রতি প্রীতম হাসান ও জয়া আহসান তাদের ফেসবুকে একই ছবি পোষ্ট করেছেন। প্রথমেই পোস্টের ক্যাপশনে একটু টুইস্ট রেখে এই সংগীতশিল্পী লিখেছেন, ‘এই মাসের শেষের দিকে আসতে যাচ্ছে নতুন কিছু। কয়েকটি দিন এলিটা করিম ও জয়া আহসানের সঙ্গে খুব রোমাঞ্চকর সময় কাটবে।’

সেই একই ছবি পরেরদিন জয়া আহসান পোষ্ট করে লেখেন ‘খুবই রোমাঞ্চ অনুভব করবো প্রীতম ও এলিটার সঙ্গে কাজ করতে। আশা করি খুব দ্রুতই চমকপ্রদ একটি সিনেমা (ভিজ্যুয়াল স্টোরি) আপনাদের সাথে শেয়ার করতে পারবো যেটি পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।’

এ বিষয়ে জয়া আহসানের সাথে কথা হলে বলেন, ‘এটি সিনেমা নয়, আবার নয় মিউজিক ভিডিও। এটিকে বলা যায়, একটি ভিজ্যুয়াল স্টোরি। চমৎকার একটি কাজ হয়েছে। সবার ভালো লাগবে।’

এদিকে প্রীতম বলেন, ‘জয়া আপুর সঙ্গে এটিই আমার প্রথম স্ক্রিন শেয়ার করা। এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। সাথে এলিটা করিমও আছেন। আশা করি এটি দারুণ কিছু হবে।’ এ মুহূর্তে জয়া আহসান আশফাক নিপুণের ‘জিম্মি’ ওয়েব সিরিজের শুটিং করছেন। এতে তিনি একজন সরকারি চাকুরিজীবী নারীর চরিত্রে অভিনয় করেছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...