21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে হাজির মৌটুসী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :
সমাজের নিম্ন মধ্যবিত্ত শ্রেণির এক অদম্য মেধাবী কিশোরীর স্বপ্ন পূরণের পথে শত সংগ্রাম পার হওয়া ও খুব কাছাকাছি গিয়ে ভেঙ্গে যায় তার সেই স্বপ্ন। সেই কিশোরী হয়তো একজন দেশসেরা খেলোয়াড় হওয়ার স্বপ্ন সত্য করতে পারেনি নিজের জীবনে, কিন্তু সে নিজের পথচলা ও বাঁধা থেকে শিখেছে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। তাই পরবর্তী জীবনে একজন স্কুল শিক্ষিকা হয়ে তিনি শত কিশোরীর স্বপ্ন পূরণের পথে সারথী হয়ে দাঁড়ান। মেলে দেন সচেতনতার আলো।
এমনই এক অনুপ্রেরণাদায়ক গল্প ও সমাজ সচেতনতামূলক বিষয়বস্তু উঠে এসেছে বিজ্ঞাপনচিত্রে। বিজ্ঞাপনটিতে স্কুল শিক্ষিকার চরিত্রে দেখা গেছে মৌটুসী বিশ্বাসকে।
মৌটুসীর ভাষ্য, ‘অভিনয় করতে একেবারেই ইচ্ছা করে না। তবে মাহাথির স্পন্দন দার মতো সামাজিক ম্যাসেজ নিয়ে ক্রিয়েটিভ কাজ করা নির্মাতা যখন এই গল্প শোনালেন, আমার দ্বিতীয়বার ভাবতে হয়নি।
স্যানিটারি ন্যাপকিন নিয়ে ট্যাবুতে ভোগা জাতির জন্য এটাই সবচেয়ে সঠিক সময় বলে মনে হয়েছে।’
গতকাল ‘মেনস্ট্রুয়াল হাইজিন ডে’ উপলক্ষ্যে জয়া স্যানিটারি ন্যাপকিনের এই বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে। এটি নির্মাণ করেছেন মাহাথির স্পন্দন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...