20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

রাজনাথের হুঁশিয়ারি: পাকিস্তানকে ভাঙা যেত অনায়াসে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার নবনির্মিত রণতরী আইএনএস বিক্রান্ত পরিদর্শনকালে এক সাহসী মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “যদি প্রয়োজন হতো এবং পরিস্থিতি আরও ভিন্ন হতো, তাহলে পাকিস্তানকে চার ভাগে ভাগ করে দিতাম।”

রাজনাথ সিং বলেন, “১৯৭১ সালে ভারতীয় নৌসেনার দক্ষতায় পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়ে পাকিস্তান ও বাংলাদেশ নামে দুটি রাষ্ট্রে পরিণত হয়েছিল। আর যদি অপারেশন সিন্দুরের সময় নৌবাহিনী সম্পূর্ণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করত, তাহলে পাকিস্তান আরও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতো। আমার দৃঢ় বিশ্বাস, যদি নৌবাহিনী তখন পুরোপুরি যুক্ত হতো, তাহলে পাকিস্তানকে শুধু দুই ভাগ নয়, চার ভাগ করাও সম্ভব হতো।”

তিনি ভারতীয় নৌসেনার সাহসিকতা ও প্রস্তুতিও প্রশংসা করে বলেন, “যখন বিমানবাহিনী পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে, তখন সমুদ্রে ভারতীয় নৌসেনারা সতর্ক প্রহরীর মতো টহল দিচ্ছিল। তাদের উপস্থিতিই শত্রুদের সাহস ভেঙে দেয়। পাকিস্তান সমুদ্রে নামতেই সাহস পায়নি।”

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “শত্রুরা কার্যক্রম শুরু করার আগেই আমাদের নৌবাহিনী তাদের থামিয়ে দিয়েছে। এটাই আমাদের নৌবাহিনীর প্রকৃত শক্তি।”

উল্লেখ্য, চলতি বছর ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে একটি ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সাময়িক সামরিক উত্তেজনা সৃষ্টি হয়। সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয় এবং দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়। তবে ১০ মে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

সহকারী প্রকৌশলী থেকে শতকোটির মালিক! গণপূর্তে বদরুল আলম খানের উত্থানের রহস্য

গণপূর্ত অধিদপ্তরের সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম...