20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

অতিবৃষ্টি ও ভূমিধসে কর্নাটকে প্রাণ গেল ৭৫ জনের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বর্ষা এখনও আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটক। অতিবৃষ্টি ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ৭৫ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে রাজ্য প্রশাসন।

দক্ষিণ কর্নাটকের পাহাড়ি জেলা মেঙ্গালুরুতে একাধিক স্থানে ভূমিধসের খবর পাওয়া গেছে। এর মধ্যে মেঙ্গালুরুর উল্লাল এলাকায় ভূমিধসে অন্তত ৮ জনের প্রাণহানি হয়েছে। বন্যা ও জমে থাকা পানিতে আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র বেঙ্গালুরুতেই পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ৫ জন।

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, এখনো বর্ষা মৌসুম শুরু না হলেও ইতোমধ্যে রাজ্যে ১৫০ শতাংশের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রাক-বর্ষাকালে ১০৮ মিমি বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল, সেখানে ২৯ মে পর্যন্ত ২৭০ মিমি বৃষ্টিপাত হয়েছে। মে মাসে বৃষ্টিপাতের এ পরিমাণ গত ১২৫ বছরের মধ্যে সর্বোচ্চ বলে উল্লেখ করেন তিনি।

প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের ৩১টি জেলাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত ২ হাজার ২৫২টি গ্রাম এবং এক হাজার ৭০২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২০ লাখ মানুষ কোনো না কোনোভাবে এ দুর্যোগে আক্রান্ত হয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় রাজ্য দুর্যোগ ত্রাণ তহবিল (এসডিআরএফ)-এ এক হাজার কোটি টাকা রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও বাড়িঘরের জন্য অর্থসহায়তা দিতে সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

সহকারী প্রকৌশলী থেকে শতকোটির মালিক! গণপূর্তে বদরুল আলম খানের উত্থানের রহস্য

গণপূর্ত অধিদপ্তরের সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম...