24 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

‘বাবরদের জন্য পাকিস্তানের দরজা এখনও খোলা’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্ক:

জাতীয় দলে নিজের জায়গা হারাননি বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি কিংবা মোহাম্মদ রিজওয়ান। লাহোরে অনুশীলন ক্যাম্পে পাকিস্তানের নতুন প্রধান কোচ মাইক হেসন জানিয়ে দিয়েছেন—সব ফরম্যাটেই তাদের জন্য দরজা খোলা। দলীয় পরিকল্পনাতেও রয়েছেন এই সিনিয়র ক্রিকেটাররা।

সাম্প্রতিক সিরিজে বিশ্রামে থাকায় বাবর-রিজওয়ান-শাহীনদের না দেখা গেলেও এবার আসন্ন সাদা বলের সিরিজ সামনে রেখে তাদের নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট। লাহোরে কোচিং স্টাফদের সঙ্গে বৈঠকে হেসন বাবরকে স্পষ্ট করে বলেন, “তুমি এখনও দলের পরিকল্পনার অংশ। তোমার জন্য কোনো ফরম্যাটই বন্ধ হয়নি।”

বাবরের কাছে দলের পারফরম্যান্স উন্নতির উপায় জানতে চেয়েছেন হেসন। জানতে চেয়েছেন কোন ফরম্যাটে খেলতে বাবর বেশি স্বচ্ছন্দ। শাহীন আফ্রিদির সঙ্গেও আলাদা বৈঠক করেছেন কোচ। দুজনেই জানিয়েছেন, লাল ও সাদা—দুই বলেই খেলার জন্য তারা প্রস্তুত।

তবে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাবর ও রিজওয়ানকে বিশ্রাম দেওয়া হতে পারে। টিম ম্যানেজমেন্ট মনে করছে, সদ্য সমাপ্ত ঘরোয়া সিরিজে যারা পারফর্ম করেছেন, তাদের আরেকবার সুযোগ দেওয়া উচিত।

সূত্র বলছে, শাহীন শাহ আফ্রিদি ও তরুণ পেসার সুফইয়ান মুকিম দলে থাকতে পারেন। তিন ম্যাচের এই সিরিজ আগামী মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। যদিও এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি বিসিবি।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...