16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

দিয়া মির্জার ওপর হঠাৎ কেন রেগে গেলেন কারিনা!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্ক:

বলিউডে তারকাদের মধ্যে দ্বন্দ্ব বা মনোমালিন্য নতুন কিছু নয়। সম্প্রতি একটি পুরোনো ভিডিও সাক্ষাৎকার ঘিরে আলোচনায় উঠে এসেছেন দুই জনপ্রিয় অভিনেত্রী—কারিনা কাপুর খান ও দিয়া মির্জা।

সাক্ষাৎকারে দিয়া বলেন, লখনউয়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন তিনি, কারিনা কাপুর, নম্রতা শিরোদকর ও উর্মিলা মাতণ্ডকর। সেখানে নির্ধারিত ছিল একটি বিশেষ ড্রেস কোড—জাতীয় পতাকার সঙ্গে সাদা সালোয়ার-কামিজ পরা বাধ্যতামূলক। তবে কারিনা নাকি এই পোশাক মানতে রাজি ছিলেন না।

দিয়ার ভাষায়, “কারিনা ভারি গয়না ও নিজস্ব ডিজাইনের লেহেঙ্গা পরতে চেয়েছিলেন। তাতে বিরক্ত হন নম্রতা এবং তাকে অনুষ্ঠান ছেড়ে যেতে বলেন।” এ নিয়ে তৈরি হয় উত্তেজনা। হঠাৎ করে কারিনা দিয়া মির্জার ওপর চিৎকার শুরু করেন।

“কারিনা আমাকে বলেন, ‘নম্রতাকে উপদেশ দেওয়ার তুমি কে?’ আমি হতবাক হয়ে যাই। কোনো কথা না বলে বেরিয়ে যাই,” বলেন দিয়া।

ঘটনার আধা ঘণ্টা পর কারিনার সেক্রেটারি এসে দিয়াকে জানান, কারিনা জানতে চেয়েছেন, তিনি তৈরি হয়েছেন কি না! এরপর কারিনা এমনভাবে কথা বলেন, যেন কিছুই হয়নি।

ঘটনাটি পুরোনো হলেও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নতুন করে বিতর্ক তৈরি করেছে বলিউডে। যদিও এ নিয়ে এখন পর্যন্ত কারিনার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...