21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ শুরু কাল, সবচেয়ে বেশি ব্রাজিলিয়ান ফুটবলার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

বর্ণাঢ্য আয়োজনে আগামীকাল ভোরে পর্দা উঠছে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের। ৩২ দলের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বিশ্বের নানা দেশের মোট ১ হাজার ৬ জন ফুটবলার। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লিওনেল মেসির ইন্টার মায়ামি ও মিশরের ক্লাব আল আহলি।

এবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি খেলোয়াড় অংশ নিচ্ছেন ব্রাজিল থেকে। দক্ষিণ আমেরিকার ফুটবল দানব দেশটির ১৪১ জন ফুটবলার খেলবেন বিভিন্ন ক্লাবের হয়ে, যা ক্লাব বিশ্বকাপের ইতিহাসে একটি রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ ১০৩ জন খেলোয়াড় আছেন আর্জেন্টিনা থেকে। তৃতীয় অবস্থানে থাকা স্পেনের প্রতিনিধিত্ব করবেন ৫৪ জন।

চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে পর্তুগাল (৪৯ জন) ও মেক্সিকো (৪১ জন)। যুক্তরাষ্ট্রের ৪০ জন, ফ্রান্সের ৩৭, জার্মানি ও ইতালির ৩৬ জন করে ফুটবলার খেলবেন এই টুর্নামেন্টে।

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছেন এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, হ্যারি কেইন, আর্লিং হালান্ডের মতো তারকারা। তবে বার্সেলোনা কোয়ালিফাই না করায় দেখা যাবে না ইয়ামাল, পেদ্রি কিংবা লেভানদোভস্কিদের।

মরক্কো ও দক্ষিণ আফ্রিকার ৩১ জন করে, জাপানের ২৯, কোরিয়া (উত্তর ও দক্ষিণ মিলিয়ে) ২৭, ইংল্যান্ড, সৌদি আরব ও তিউনিসিয়ার ২৫ জন করে খেলোয়াড় অংশ নিচ্ছেন এবারের আসরে। আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার প্রায় সব দেশ থেকেই অন্তত একজন করে ফুটবলার আছেন এবারের বিশ্বকাপে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...