21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

ভিসা জটিলতায় ছিলেন কস্তা, শেষ মুহূর্তে মিলল খেলার ছাড়পত্র

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

আগামীকাল ভোরে পর্দা উঠছে বহু প্রতীক্ষিত ক্লাব বিশ্বকাপের। তবে শুরুর আগেই বড় ধাক্কা খায় আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্স। যুক্তরাষ্ট্র সরকারের ভিসা জটিলতায় প্রায় ছিটকে পড়ছিলেন দলটির সেন্টার ব্যাক আর্টন কস্তা। তবে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ায় পরিস্থিতি।

২৫ বছর বয়সী এই ডিফেন্ডারকে শুরুতে ভিসা দিতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ২০১৮ সালে কস্তার বিরুদ্ধে ডাকাতি চেষ্টার অভিযোগে মামলা হয়। মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি। এ কারণেই যুক্তরাষ্ট্রের ভিসা অফিস তাকে তিনবার সাক্ষাৎকার নেওয়ার পরও অনুমতি দেয়নি।

তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ অবস্থান পরিবর্তন করে কস্তাকে ২৬ দিনের একটি বিশেষ ভিসা দিয়েছে। শুক্রবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করে বোকা জুনিয়র্সের এক মুখপাত্র। যদিও মার্কিন দূতাবাস আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

বিশেষ এই ভিসা পাওয়ায় ক্লাব বিশ্বকাপে অংশ নিতে আর বাধা থাকছে না কস্তার। আর্জেন্টাইন টিভি চ্যানেল টিওয়াইসি স্পোর্টস জানায়, কস্তা দলের সঙ্গেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন এবং অনুশীলনও শুরু করেছেন।

বোকা জুনিয়র্স তাদের ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করবে সোমবার। মায়ামিতে তাদের প্রতিপক্ষ পর্তুগিজ জায়ান্ট বেনফিকা।

প্রথমে ভিসা না পাওয়ায় দলে দুশ্চিন্তার ছায়া নেমে এলেও এখন কস্তার ফেরায় স্বস্তিতে রয়েছে আর্জেন্টাইন ক্লাবটি।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...