23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

মুশফিককে বাঁচাল আম্পায়ার্স কল, এরপরই গলে নামে বৃষ্টি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

গল টেস্টে বাংলাদেশ যখন দারুণ ছন্দে এগোচ্ছে, তখনই নাটকীয় মোড়—দেড়শ ছুঁই ছুঁই মুশফিকুর রহিম এলবিডব্লিউর ফাঁদে, কিন্তু বেঁচে গেলেন ‘আম্পায়ার্স কল’-এ। ঠিক তখনই নেমে আসে বৃষ্টি, বন্ধ হয়ে যায় খেলা।

সকালের সেশনটা ছিল মুশফিকের। দুর্দান্ত ব্যাটিংয়ে ছুঁয়ে ফেলেন ১৫০ রান। কিন্তু মিলান রত্নায়েকে বল করতে এসেই হঠাৎ এক সম্ভাবনাময় জোরালো আবেদন। গুড লেন্থে ঢুকে আসা বলটি ব্যাট মিস করে লাগে প্যাডে। প্রথমে তেমন কিছু মনে না হলেও পরে শ্রীলঙ্কা নেয় রিভিউ।

বল ট্র্যাকার দেখায়, বল লেগ স্টাম্পের এক কোণ ছুঁয়ে যেত—যদিও ‘আম্পায়ার্স কল’-এর কারণে বহাল থাকেন আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফের সিদ্ধান্ত। সেখানেই রক্ষা পান মুশফিক।

ঠিক পরেই আসে বিরতি—বৃষ্টির। আকাশে মেঘ ছিল দিনের শুরু থেকেই। মিলানের রিভিউ শেষ হতেই নামে ঝমঝমিয়ে বৃষ্টি। তড়িঘড়ি করে মাঠ ঢেকে ফেলেন গ্রাউন্ডসম্যানরা, খেলোয়াড়রা ফিরে যান প্যাভিলিয়নে।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪২৩ রান, এখনও হাতে ৬ উইকেট। গলে প্রথম ইনিংসে গড় স্কোর ৪৩৭—তার চেয়ে এখন মাত্র ১৪ রান দূরে বাংলাদেশ।

মুশফিকের এই ইনিংস শুধু দলের জন্যই নয়, নিজের টেস্ট ক্যারিয়ারেও হতে পারে স্মরণীয় এক অধ্যায়। এখন অপেক্ষা, বৃষ্টি থামলে আর কতদূর যেতে পারেন তিনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...