24 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

লন্ডন বৈঠকে স্বস্তি, তবে ভোট-সংলগ্ন পথে রয়ে গেছে চ্যালেঞ্জ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

দীর্ঘ অনিশ্চয়তার পর বিএনপি ও সরকারের মধ্যে সমঝোতার আবহে রাজনীতিতে ফিরেছে কিছুটা স্বস্তি। লন্ডনে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর নতুন রাজনৈতিক মেরুকরণের আভাস মিলেছে। বৈঠকের যৌথ বিবৃতিতে বলা হয়, আগামী বছরের রমজানের আগেই নির্বাচন আয়োজনে উভয়পক্ষ ঐকমত্যে পৌঁছেছে।

তবে বিশ্লেষকেরা মনে করছেন, এই স্বস্তির বাতাস দীর্ঘস্থায়ী করতে হলে সরকারের সংস্কার ও বিচারের উদ্যোগে গতি আনতে হবে। এখনো এনসিপি ও জামায়াতের অবস্থান কিছুটা দূরে। তারা বিষয়টিকে ইতিবাচকভাবে নেয়নি বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

অধ্যাপক শাহদীন মালিক মনে করেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র সম্ভব নয়। তার মতে, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে বড় কোনো বাধা নেই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলছেন, পরিস্থিতি এখনও অনিশ্চিত। তার মতে, জাতীয় ঐক্য ও ত্যাগের মনোভাব ছাড়া এই অনিশ্চয়তা কাটবে না।

অধ্যাপক দিলারা চৌধুরীর আশঙ্কা, বিচার ও সংস্কারে ধীরগতি চলতে থাকলে নির্বাচন ঝুলে যেতে পারে। তাঁর মতে, দায়িত্ব সরকারের বেশি হলেও রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও জরুরি।

সাংবাদিক আশরাফ কায়সার অবশ্য আশাবাদী। তার মতে, লন্ডনের বৈঠক রাজনীতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে বড় কোনো চ্যালেঞ্জ নেই বলেই মনে করছেন তিনি।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...