23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

কালো মেঘ সরে গলে উঁকি দিয়েছে রোদ, খেলা শুরুর প্রস্তুতি চলছে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

শ্রীলঙ্কার গলে অবশেষে কেটে গেছে আকাশের কালো মেঘ। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের মাঝপথে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেলেও, এখন আবার মাঠে ফিরছে ক্রিকেট। গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আংশিক রোদ উঠেছে, মাঠকর্মীরা দ্রুত উইকেট থেকে কাভার সরিয়ে মাঠ খেলার উপযোগী করতে কাজ করছেন।

বৃষ্টি শুরুর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪ উইকেটে তুলেছিল ৪২৩ রান। ব্যাটিং করছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। দুজনই অসাধারণ ব্যাটিং করছেন, বিশেষ করে মুশফিক খেলছেন এক অনবদ্য ইনিংস—১৫৯ রানে অপরাজিত। লিটন রয়েছেন ৬১ রানে।

এই জুটি এখন পর্যন্ত ২০৫ বল খেলে ১১৪ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়েছেন। উইকেটটি এখনও ব্যাটিং সহায়ক থাকায় বাংলাদেশ চাইবে এই জুটিকে আরও বড় করতে। বিশেষ করে মুশফিকের ডাবল সেঞ্চুরি চোখের সামনে।

গল টেস্টের পিচ সাধারণত সময়ের সঙ্গে সঙ্গে স্পিন সহায়ক হয়ে ওঠে। ফলে বাংলাদেশের পরিকল্পনা থাকবে যতটা সম্ভব বেশি রান তুলে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে চাপ দেওয়া।

দর্শকের চোখ এখন আকাশে নয়, তাকিয়ে আছে মুশফিক-লিটনের ব্যাটে। তাদের হাত ধরেই গলে বড় স্কোরের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...