22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ঢাকার সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একটি পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই এলাকার জুয়েল আহমেদের দোতলা বাড়ির নিচতলার দেয়াল ধসে পড়ে।

দগ্ধরা হলেন- জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩) ও জহরুল (২৬)। আহত পাঁচজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাদের মধ্যে জাহানারার শরীরের ৬৮ শতাংশ ও জুয়েলের ৬ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

 

প্রতিবেশীরা জানান, সকালে জাহানারা ঘুম থেকে উঠে রান্না করতে যান। রান্নাঘরের চুলায় আগুন দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় ভবনটির নিচতলার দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। আগুনে দগ্ধসহ দেয়ালচাপা পড়ে পাঁচজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়।
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক আসাফ-উদ-দৌলা-রিজভী জানান,  গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে পাঁচজন এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু সায়েম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। তখন এক নারী রান্না করার জন্য চুলায় আগুন দিতে গেলে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। এতে কয়েকজন দগ্ধ হয়েছেন। তবে গ্যাস সিলিন্ডার অক্ষত রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...