14 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫

১৩ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

গত বছরের ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ১৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্ত করা হয়।

জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে ১৩টি পৃথক প্রজ্ঞাপন প্রকাশ করে। এতে সই করেছেন সিনিয়র সচিব নাসিমন গনি৷

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।’

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘১৩ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে৷ তাদের সবাই দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।’

- Advertisement -spot_img
সর্বশেষ

শীতের তীব্রতায় কাঁপছে কুড়িগ্রাম, দুর্ভোগে প্রান্তিক জনগোষ্ঠী

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- দিন যতই গড়াচ্ছে, ততই বাড়ছে কুড়িগ্রামে শীতের তীব্রতা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া...