| Your Ads Here 100x100 |
|---|
বিনোদন ডেস্কঃ
নাটকে একের পর এক সফলতার গল্প লিখে চলেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। জনপ্রিয় এ জুটি এবার গড়েছেন বাংলা নাটকের ইতিহাসে নতুন এক রেকর্ড। তাদের অভিনীত নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’ মাত্র ১৪ মাসে ইউটিউবে ৬ কোটির বেশি ভিউ ছুঁয়ে পৌঁছে গেছে শীর্ষস্থানে। এর মধ্য দিয়ে এটি হয়ে উঠেছে বাংলা নাটকের সবচেয়ে কম সময়ে সর্বাধিক দেখা নাটক।
২০২3 সালের এপ্রিল মাসে ইউটিউবে মুক্তি পাওয়া এই নাটকটি শুরু থেকেই দর্শকমহলে বেশ সাড়া ফেলে। গত আট বছর ধরে শীর্ষস্থান ধরে রাখা মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’কে পেছনে ফেলে দিয়েছে এটি। ‘বড় ছেলে’ নাটকের ভিউ বর্তমানে ৫ কোটি ৪৮ লাখ ছাড়িয়েছে।
‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকের গল্প এগিয়েছে বিয়ের পর প্রথম ঈদ শ্বশুরবাড়িতে করতে যাওয়া এক জামাইকে ঘিরে, যেখানে হাস্যরসের মধ্য দিয়ে উঠে আসে সম্পর্কের টানাপোড়েন ও আবেগের নানা দিক।
নিলয় ও হিমি এর আগেও একসঙ্গে দেড় শতাধিক নাটকে অভিনয় করেছেন। বিশেষ করে ঈদকেন্দ্রিক নাটকগুলোর ক্ষেত্রে তারা দর্শকের কাছে হয়ে উঠেছেন নির্ভরতার নাম। সর্বশেষ ঈদেও তাদের একাধিক নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে আসে।
নাটকপ্রেমী দর্শকদের মতে, হাস্যরস, পারিবারিক টানাপোড়েন আর বাস্তব জীবনের প্রতিচ্ছবি—সব মিলিয়ে ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকটি দর্শকের মন জয় করেছে।

