17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

মেসিকে হারিয়ে রোমাঞ্চিত হলেন কাভারেস্কেইয়া

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলা ডেস্ক :
ফুটবল বিশ্বে মেসি-রোনালদো দ্বৈরথ অনন্ত আলোচনার খোরাক। যুগের সেরা দুই তারকার মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা প্রভাব ফেলেছে পরবর্তী প্রজন্মের ফুটবলারদের মাঝেও। ঠিক তেমনি একজন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জর্জিয়ান উইঙ্গার খাভিচা কাভারেস্কেইয়া।
ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে রোনালদো–ভক্ত হিসেবে পরিচিত কাভারেস্কেইয়া খেলেছেন ইন্টার মায়ামির বিপক্ষে।
যেখানে তার দল পিএসজি ৪-০ গোলে বিধ্বস্ত করে লিওনেল মেসির দলকে। ম্যাচের পর নিজের অনুভূতি ব্যক্ত করে আবেগঘন বার্তা দিয়েছেন এই তরুণ তারকা।
ম্যাচের পর কাভারেস্কেইয়া বলেন, ‘আমি সেই খেলোয়াড়ের বিপক্ষে খেলছিলাম, যার প্রতিদ্বন্দ্বীকে আমি ছোটবেলা থেকে অনুসরণ করে এসেছি, যার পোস্টার ছিল আমার ঘরের দেওয়ালে। ক্রিস্টিয়ানো রোনালদো আমার আদর্শ, তাকে অনুসরণ করেই আজকের জায়গায় এসেছি।

তাই তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসির বিপক্ষে জেতাটা ছিল ভীষণ রোমাঞ্চকর।’
‘মাঠে মেসি নিজে এসে আমাকে শুভকামনা জানিয়েছে, সেটা আমার জীবনের অন্যতম বিশেষ মুহূর্ত। আমি মাঠে আমার সবকিছু দিয়ে খেলেছি এবং দলের ঐতিহাসিক জয়ে ভূমিকা রাখতে পেরে গর্বিত।’

ম্যাচ শেষে কাভারেস্কেইয়া ইনস্টাগ্রামে মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করেন।

ক্যাপশনে লেখেন, ‘তোমার সঙ্গে মাঠ ভাগাভাগি করা ছিল এক সত্যিকারের সম্মানের বিষয়।’
এর আগে ইউরো ২০২৪-এ পর্তুগালের বিপক্ষে জর্জিয়ার ২-০ গোলের চমকপ্রদ জয়ের পরও কাভারেস্কেইয়া বলেছিলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো আমার শৈশবের নায়ক।’
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...