- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খেলাধুলা ডেস্ক :
ফুটবল বিশ্বে মেসি-রোনালদো দ্বৈরথ অনন্ত আলোচনার খোরাক। যুগের সেরা দুই তারকার মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা প্রভাব ফেলেছে পরবর্তী প্রজন্মের ফুটবলারদের মাঝেও। ঠিক তেমনি একজন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জর্জিয়ান উইঙ্গার খাভিচা কাভারেস্কেইয়া।
ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে রোনালদো–ভক্ত হিসেবে পরিচিত কাভারেস্কেইয়া খেলেছেন ইন্টার মায়ামির বিপক্ষে।
যেখানে তার দল পিএসজি ৪-০ গোলে বিধ্বস্ত করে লিওনেল মেসির দলকে। ম্যাচের পর নিজের অনুভূতি ব্যক্ত করে আবেগঘন বার্তা দিয়েছেন এই তরুণ তারকা।
তাই তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসির বিপক্ষে জেতাটা ছিল ভীষণ রোমাঞ্চকর।’
‘মাঠে মেসি নিজে এসে আমাকে শুভকামনা জানিয়েছে, সেটা আমার জীবনের অন্যতম বিশেষ মুহূর্ত। আমি মাঠে আমার সবকিছু দিয়ে খেলেছি এবং দলের ঐতিহাসিক জয়ে ভূমিকা রাখতে পেরে গর্বিত।’
ম্যাচ শেষে কাভারেস্কেইয়া ইনস্টাগ্রামে মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করেন।

