16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

সব জটিলতার অবসান, ‘হেরা ফেরি ৩’-তে ফিরলেন পরেশ রাওয়াল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে ‘হেরা ফেরি ৩’ সিনেমায় ফিরছেন দর্শকপ্রিয় চরিত্র বাবু ভাইয়া, অর্থাৎ পরেশ রাওয়াল। অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন তাঁর ফিরে আসার খবর, যা শোরগোল তুলেছে বলিউডপ্রেমী দর্শকদের মাঝে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরেশ বলেন, “না, এখন আর কোনো সমস্যা নেই। সব জটিলতা মিটে গেছে। এমন একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে আমাদের বাড়তি দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হয়, কারণ দর্শকের ভালোবাসার প্রতিদান দিতে হয়।”

তিনি আরও যোগ করেন, “আগেও ছবিতে থাকার কথা ছিল, এখনও আছি। প্রিয়দর্শন, অক্ষয়, সুনীল— সবাই বহুদিনের বন্ধু। কিছু সমন্বয়ের প্রয়োজন ছিল, এখন তা মিটে গেছে।”

এর আগে ‘হেরা ফেরি থ্রি’ থেকে পরেশ রাওয়ালের সরে যাওয়ার খবরে দর্শকদের মধ্যে হতাশা ছড়ায়। পরেশ রাওয়ালের বিরুদ্ধে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’ ২৫ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছিল। জানা যায়, তিনি ১১ লাখ টাকার সাইনিং অ্যামাউন্ট ফেরত দেন ১৫% সুদসহ।

তবে সবকিছু কাটিয়ে পরেশের ফেরার ঘোষণায় দর্শকদের মধ্যে আনন্দের জোয়ার। একজন মন্তব্য করেছেন, “আজকের সেরা খবর! অক্ষয়, সুনীল আর পরেশকে আবার একসঙ্গে দেখার অপেক্ষায় থাকলাম।”

অভিনেত্রী সোনাক্ষী সিনহাও বলেন, “পরেশ রাওয়াল ছাড়া হেরা ফেরি ৩ ভাবাই যায় না।”

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...