17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

দ্বিতীয় দিনেই ফিটনেসে উন্নতি, আশাবাদী কানন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

‘বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার’ ট্রায়ালের দ্বিতীয় দিনেই উন্নতির ছাপ দেখতে পাচ্ছেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও মূল্যায়ন কমিটির সদস্য ছাইদ হাসান কানন।

শনিবার শুরু হওয়া এই ট্রায়ালে বেশিরভাগ প্রবাসী ফুটবলার এসেছেন ইউরোপ ও আমেরিকা থেকে। প্রথম দিনই ঢাকার গরম ও আদ্র আবহাওয়ায় খেলোয়াড়দের বেশ কষ্ট পেতে দেখা যায়। ক্লান্ত চোখে-মুখে ঘামে ভেজা শরীর নিয়ে ট্রায়াল শেষে বের হন তারা। তাদের ভাষ্য, বাংলাদেশের গরমই এখানে বড় প্রতিপক্ষ।

প্রথম দিনের পারফরম্যান্স নিয়ে কানন বলেছিলেন, খেলোয়াড়দের ফিটনেসে ঘাটতি রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনাও হয়। তবে দ্বিতীয় দিনের সকালেই কাননের সুর বদলায়।

তিনি বলেন, “আজকে পাসিং অনুশীলন ও ছোট ছোট ম্যাচ হয়েছে। আবহাওয়াও কিছুটা সহনীয় ছিল। খেলোয়াড়দের মধ্যে আগের চেয়ে ফিটনেসের উন্নতি দেখা গেছে। মানিয়ে নিতে শুরু করেছে তারা। সবাই মানসিকভাবে শক্ত ও আগ্রাসী মেজাজে খেলছে।”

তিনি আরও জানান, মূল্যায়নের তালিকায় নতুন নাম যোগ হতে পারে। আজ সোমবার শেষ হবে তিন দিনের ট্রায়াল। বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি প্রীতি ম্যাচ।

প্রথমে জানানো হলেও শুধু ক্লাব প্রতিনিধি ও খেলোয়াড়দের পরিবারই ম্যাচটি দেখতে পারবে, পরে বাফুফে ঘোষণা দেয়—সাধারণ দর্শকদের জন্য ক্লাব হাউজের ২ ও ৩ নম্বর গ্যালারি উন্মুক্ত থাকবে। ফুটবলপ্রেমীরা বিনামূল্যে ম্যাচটি উপভোগ করতে পারবেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...