18 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

পরিচালকের কাছে ক্ষমা চাইলেন পরেশ রাওয়াল, ফিরছেন ‘হেরা ফেরি ৩’-তে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

দীর্ঘ অপেক্ষার পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন ‘হেরা ফেরি’ সিরিজের ত্রয়ী—অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল। প্রথম কিস্তির পরিচালক প্রিয়দর্শনই এবার তৃতীয় পর্ব পরিচালনার দায়িত্বে। ইতোমধ্যে অভিনেতা পরেশ রাওয়াল নিজেই নিশ্চিত করেছেন তার প্রত্যাবর্তনের খবর।

ভারতীয় সংবাদমাধ্যম ‘মিড ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক প্রিয়দর্শন জানান, সম্প্রতি পরেশ রাওয়াল তাকে ফোন করে ক্ষমা চেয়েছেন। প্রিয়দর্শনের ভাষায়, ‘আমি খুব অবাক হয়েছিলাম। পরেশ বললেন, “স্যার, আমি সিনেমাটা করছি। আপনার প্রতি চিরকাল শ্রদ্ধা ছিল। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে সিনেমা ছাড়তে হয়েছিল, দুঃখিত।”’

পরিচালক আরও জানান, অক্ষয় ও পরেশ দুজনেই তাকে ফোন করে জানান যে তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি কেটে গেছে। তারা সুনীল শেট্টির সঙ্গে বসে বিষয়টি মিটিয়ে নিয়েছেন।

এর আগে চলতি বছরের মে মাসে পারেশ রাওয়াল হঠাৎ করেই ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তখন তিনি ব্যক্তিগত ও সৃজনশীল মতবিরোধের কথা বলেন। বিষয়টি নিয়ে অক্ষয় কুমার আইনি পদক্ষেপও নেন।

পরে এক পডকাস্টে পরেশ বলেন, ‘ছবিটা তো হবেই, একটু সময় দরকার ছিল। এটা শুধুই সাময়িক ভুল বোঝাবুঝি।’

পরিচালক জানান, ‘হেরা ফেরি’র গৌরব ছাপিয়ে যাওয়া কঠিন। দ্বিতীয় কিস্তি ছিল একটি হলিউড ছবির অনুকরণ। তবে রাজু, শ্যাম ও বাবু ভাই—এই তিন চরিত্র ছাড়া “হেরা ফেরি” ভাবাই যায় না।’

ছবির চিত্রনাট্য এখনো চূড়ান্ত হয়নি, তবে তিন তারকাকে নিয়ে শুটিং শিগগিরই শুরু হবে। দর্শকদের প্রত্যাশাও তাই এখন তুঙ্গে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...