18 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

অমিতাভ বচ্চনের প্রশংসায় ‘ডিয়ার মা’, উচ্ছ্বসিত জয়া আহসান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

আসন্ন মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডিয়ার মা’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রেলার প্রকাশের পর ছবিটি আরও আলোচনায় আসে, যখন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ট্রেলারটি শেয়ার করেন। তিনি লেখেন, “টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী), আমার শুভকামনা সব সময়।” এই পোস্টে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দর্শকরা জয়াকে অভিনন্দনে ভাসান।

ঢাকা ফেরার পথে প্রথম আলোর সঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উচ্ছ্বসিত জয়া বলেন, “আমি মাত্রই পোস্টটা দেখলাম। এই শুক্রবারটা যেন একদম অন্যরকম হয়ে গেল। অমিতাভ বচ্চনের মতো একজন আইকন যখন আমার কাজ শেয়ার করেন, তখন সেটা বিশাল প্রাপ্তি। দায়িত্বও বেড়ে যায়।”

সিনেমার ট্রেলারে উঠে এসেছে এক মা ও মেয়ের জটিল সম্পর্কের গল্প। মায়ের চরিত্রে জয়া এবং তদন্তকারী পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। আরও রয়েছেন চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায় ও পদ্মপ্রিয়া জনকীরামন।

আগামী ১৮ জুলাই মুক্তি পাচ্ছে ‘ডিয়ার মা’। পারিবারিক টানাপোড়েন ও আবেগঘন গল্পের ছবিটি দর্শকের মাঝে কৌতূহল তৈরি করেছে শুরু থেকেই। অমিতাভ বচ্চনের প্রশংসা যেন ছবিটির জন্য এক আগাম স্বীকৃতি।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...