21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

গৌরীর সঙ্গে লিভ-ইনে আমির, সম্পর্ক নিয়ে জানালেন মনের কথা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

বলিউড তারকা আমির খানের জীবনে আবারও প্রেমের পরশ। ৬১তম জন্মদিনে প্রথমবারের মতো প্রেমিকা গৌরী স্প্র্যাটকে জনসমক্ষে আনেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। এবার জানালেন, তারা এখনো আইনি বা ধর্মীয়ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ না হলেও, মনে-প্রাণে তারা স্বামী-স্ত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘গৌরী ও আমি একে অপরের প্রতি খুবই প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সম্পর্ককে আমরা গভীরভাবে গুরুত্ব দিই। আমার মনে হয়, আমি ওর সঙ্গেই বিবাহিত।’

বর্তমানে মুম্বাইয়ের এক ফ্ল্যাটে একসঙ্গে বসবাস করছেন তারা। ভবিষ্যতে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন কি না—সে বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন আমির।

গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুবাসী, বয়স ৪৬ এবং তিনি এক সন্তানের মা। অন্যদিকে, ৬১ বছর বয়সী আমির খান ২০২১ সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর একাকী ছিলেন। এর আগে তার নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গেও, তবে সে সম্পর্ক স্থায়ী হয়নি।

গৌরী প্রসঙ্গে আমির আরও বলেন, ‘আমি এমন একজন সঙ্গী খুঁজছিলাম যার পাশে শান্তি খুঁজে পাব। গৌরী সেই মানুষটি।’ গৌরীও বলেন, ‘আমি এমন একজন জীবনসঙ্গী চাইছিলাম, যিনি দয়ালু ও ভদ্র—আমির সেই মানুষই।’

বর্তমানে তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলছেন এবং ভবিষ্যৎ কী বয়ে আনে, তার অপেক্ষায় আছেন দুজনই।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...