21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

ডিউক বল নিয়ে ক্ষোভে ফুঁসছে ভারত, সাবেকরাও হতাশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

লর্ডস টেস্টে ডিউক বল নিয়ে আবারও শুরু হয়েছে বিতর্ক। টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১০.৩ ওভার পর নতুন বল বদলে দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় দল। বল বদলের পর ইংল্যান্ডের নীচের সারির ব্যাটারদের বিপক্ষে কোনো উইকেট তুলতে পারেননি যশপ্রীত বুমরাহরা।

প্রথম নতুন বলে দুর্দান্ত ছিলেন বুমরাহ। মাত্র ১৪ ডেলিভারিতে ৩ উইকেট তুলে নেন তিনি। তবে বল বদলের পর সেই ধার একেবারেই হারিয়ে যায়। ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, পুরোনো বলটি গড়পড়তা ১.৮৬৯ ডিগ্রি সুইং করছিল, সেখানে বদলি বলের সুইং মাত্র ০.৮৫৫ ডিগ্রি।

ভারতীয় অধিনায়ক শুভমান গিল মাঠেই ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, আম্পায়ারদের বেছে দেওয়া বলটি আগের বলটির তুলনায় বেশি পুরোনো এবং দ্রুতই নরম হয়ে যায়। মাত্র ৮ ওভার পর আবারও বল পরিবর্তন করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন দুই দেশের সাবেক ক্রিকেটাররাও। ধারাভাষ্যকক্ষে বসে কিংবদন্তি সুনীল গাভাস্কার বলেন, “এটা ১০ ওভারের নয়, অন্তত ২০ ওভারের বলের মতো লাগছে। ঘটনা যদি ভারতে ঘটত, তাহলে ব্রিটিশ মিডিয়ায় রীতিমতো হইচই পড়ে যেত।”

নাসের হুসেইন বলেন, “ডিউকস বল নিয়ে সমস্যা বহুদিনের। বল একটু নরম হলেই বদলে ফেলার প্রবণতা ঠিক নয়।”

পেসার স্টুয়ার্ট ব্রড এক্সে লেখেন, “বল ৮০ ওভার থাকার কথা, ১০ ওভার নয়। এটা ডিউকসের বড় ব্যর্থতা।”

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...