21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

‘বিশ্বাস রাখুন’ বলে চলেছেন মুশতাক, মাঠে নেই টাইগারদের জবাব

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

টি-টোয়েন্টি সিরিজে একের পর এক ব্যর্থতায় বাংলাদেশ দল যখন হোঁচট খাচ্ছে, ঠিক তখনই স্পিন কোচ মুশতাক আহমেদ দিয়েছেন কড়া বার্তা। সংবাদ সম্মেলনে পুরোনো সেই কথা আবার শুনিয়েছেন তিনি—‘বিশ্বাস রাখুন’। তবে প্রশ্ন উঠেছে, এত বিশ্বাস, এত আস্থা—কিন্তু মাঠে তার ছিটেফোঁটা প্রতিফলন কোথায়?

প্রথম টি-টোয়েন্টি শেষে মুশতাক বলেন, ‘ভয় না পেয়ে স্মার্ট ও আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। খেলোয়াড়দের বিশ্বাস রাখতে হবে।’ কিন্তু বাস্তবে স্মার্টনেস বা আগ্রাসনের কোনও ছাপ নেই। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই দল গড়পড়তা, নির্ভরযোগ্য পারফরম্যান্সের ধারেকাছেও নেই।

রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজের মতো স্পিনাররা ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না। অথচ মুশতাক নিজেই স্পিন বিভাগ দেখাশোনা করছেন। ব্যাটিংয়ে তো আরও করুণ অবস্থা। কোচ নিজেই স্বীকার করেছেন, ‘যারা ফর্মে আছে, তারা ৩০-৪০ রান করেই আউট হয়ে যাচ্ছে।’

তিনি উদাহরণ দিয়েছেন কুশল মেন্ডিসের, যিনি একাই ম্যাচ বের করে এনেছেন। সেখানে বাংলাদেশের ব্যাটাররা কেবল রান তাড়ার মাঝেই হারিয়ে যাচ্ছেন। দলের আত্মবিশ্বাসে ঘাটতি, পরিকল্পনার অভাব এবং একঘেয়ে ক্রিকেট এখন টাইগারদের বড় সমস্যা।

ফলত, ‘বিশ্বাস রাখুন’ শুনতে শুনতে দর্শকরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন। টিভি সম্প্রচারে আগ্রহ কমছে, মাঠেও খালি গ্যালারি।

এবার প্রশ্ন উঠছে—ফর্মের এই দায় কে নেবে? বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কি থাকবেন সেই দায়ের কেন্দ্রে? উত্তর সময়ই দেবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...