21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

সাবিনা পার্কে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

জ্যামাইকার কিংস্টনের ঐতিহাসিক সাবিনা পার্কে অস্ট্রেলিয়া দল পড়েছে চরম ব্যাটিং বিপর্যয়ে। ওয়েস্ট ইন্ডিজের গতিময় বোলিংয়ের মুখে মাত্র ২২৫ রানে গুটিয়ে গেছে প্যাট কামিন্সের দল।

তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রোববার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে শুরু থেকেই উইন্ডিজ পেস আক্রমণে দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা।

মাত্র ৭০.৩ ওভারেই অলআউট হয় অস্ট্রেলিয়া। উইন্ডিজের তিন পেসার—সামার জোসেফ, সিডেন সেলস ও জাস্টিন গ্রেভস মিলে গুঁড়িয়ে দেন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ।

বিশেষ করে জোসেফের বাউন্সার ও গ্রেভসের সুইংয়ের জবাব খুঁজে পাননি অজি ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন স্টিভ স্মিথ।

এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। তবে শেষ টেস্টে এসে দাপট দেখাচ্ছে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের জন্য এটি হতে পারে সান্ত্বনার জয়, অন্যদিকে অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ নিশ্চিত করা। তবে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা সেই পথ কঠিন করে তুলেছে।

আজ দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ। দেখা যাক, ঘুরে দাঁড়ানো সম্ভব কি না ক্যারিবীয়দের।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...