21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

ডাম্বুলায় টিকিট ছাড়াই দর্শকদের ঢল, প্রশ্নে নিরাপত্তা ব্যবস্থা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

শ্রীলঙ্কার ডাম্বুলায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দেখা গেল বিশৃঙ্খল দৃশ্য। নিরাপত্তা বেষ্টনী ভেঙে শত শত দর্শক টিকিট ছাড়াই ঢুকে পড়েছেন রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে।

ম্যাচ চলাকালীন সময়ে, বিশেষ করে বাংলাদেশ ইনিংসের মাঝামাঝি সময়ে এই ঘটনা ঘটে। লোহার বেড়া ভেঙে স্টেডিয়ামের বিভিন্ন প্রবেশপথ দিয়ে দর্শকরা হুড়মুড় করে ঢুকে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তারক্ষীরা সংখ্যায় কম এবং বেশিরভাগ সময়ই অসহায় ছিলেন।

বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে শুরুতেই পড়ে বিপর্যয়ে। ৭ রানের মধ্যে দুই ওপেনার ফিরে যান সাজঘরে। তবে তাওহিদ হৃদয় ও লিটন দাসের ব্যাটে খানিকটা স্থিতি আসে। ৫৫ বলে এই জুটি তোলে ৬৯ রান। তাওহিদ হৃদয় ২৫ বলে করেন ৩১ রান। তবে স্টেডিয়ামের বাইরের হইচই তখন ম্যাচের উত্তেজনাকেও ছাপিয়ে যায়।

রাঙ্গিরি ডাম্বুলা স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৩০ হাজার। কিন্তু ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি দর্শক প্রবেশ করেন বলে ধারণা করা হচ্ছে।

এই স্টেডিয়ামটি ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করে। ২০০৩ সালে স্থাপন হয় ফ্লাডলাইট। একসময় ভেন্যুটি লিজ সংক্রান্ত জটিলতায় পড়ায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন বন্ধ ছিল।

এ ঘটনায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার ওপর উঠেছে প্রশ্ন। কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...