26 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

শাকিবকে নিয়ে প্রশ্ন করায় বিরক্ত মিষ্টি জান্নাত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

শাকিব খানকে নিয়ে আবারও আলোচনায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। কিছুদিন আগে সামাজিক মাধ্যমে অভিনেতার সঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন— “ভালো থাকবেন, প্রথম আমি।” এরপরই গুঞ্জনের ঝড়।

এর আগেও শাকিবের সঙ্গে ফ্লাইটে তোলা একটি সেলফি পোস্ট করে আলোচনার জন্ম দেন মিষ্টি। সেই ছবির ক্যাপশন ছিল— “লাভ লাভ”। অনেকেই ধরে নেন, তাদের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। শাকিবভক্তরা একে ‘স্টান্টবাজি’ বলেও মন্তব্য করেন।

সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে যখন মিষ্টিকে শাকিব প্রসঙ্গে প্রশ্ন করা হয়, তিনি বিরক্ত হয়ে বলেন, “এই প্রশ্ন আমাকে করে লাভ নেই, বরং শাকিবকে জিজ্ঞাসা করুন। আমি কিছু বলতে চাই না, সাসপেন্স থাকুক।”

শাকিবের তৃতীয় বিয়ের গুঞ্জন ঘিরেও মিষ্টির নাম উঠে আসে, কারণ তিনি পেশাগতভাবে একজন দন্ত চিকিৎসক। আগেও প্রশ্ন করা হয়েছিল— তিনি কি সেই ‘ডাক্তার পাত্রী’? উত্তরে মিষ্টি বলেছিলেন, “হলেও হতে পারে, দেখা যাক।”

এই প্রসঙ্গে এবারও প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, “এই জায়গাটা পরিষ্কার করতে চাই না। সবকিছু প্রকাশ করলে আর সাসপেন্স থাকে না। আমি চাই কিছু না বলা থাকুক।”

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও সক্রিয় তিনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...