21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

বিশ্ব রেকর্ড গড়ে আর্সেনালে কানাডার অলিভিয়া স্মিথ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

নারী ফুটবলে নতুন ইতিহাস। কানাডার ফরোয়ার্ড অলিভিয়া স্মিথকে রেকর্ড ট্রান্সফার ফিতে লিভারপুল থেকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মাত্র ২০ বছর বয়সী এই তারকাকে নিতে আর্সেনাল খরচ করেছে ১৩.৪ মিলিয়ন ডলার, যা নারী ফুটবলে এযাবৎকালের সর্বোচ্চ।

আন্তর্জাতিক অঙ্গনে ১৫ বছর বয়সে অভিষেক ঘটে স্মিথের। এবার তিনি হলেন ইতিহাসের প্রথম ‘মিলিয়ন-পাউন্ড’ নারী ফুটবলার।

এই ট্রান্সফার পেছনে ফেলে দিয়েছে জানুয়ারিতে চেলসির হয়ে নাওমি গিরমাকে দলে নিতে দেওয়া ১.১ মিলিয়ন ডলার, যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল।

আর্সেনালের নারী ফুটবল বিভাগের পরিচালক ক্লেয়ার হুইটলি বলেন, “অলিভিয়া একজন অসাধারণ প্রতিভা। তার উন্নতির বিশাল সুযোগ রয়েছে, যা সে আমাদের ক্লাবে আরও বিকশিত করতে পারবে।”

আন্তরিক উচ্ছ্বাস প্রকাশ করে স্মিথ বলেন, “আর্সেনালে যোগ দিতে পারা আমার জন্য সম্মান। ইংল্যান্ড ও ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের শিরোপার জন্য লড়াই করাই আমার স্বপ্ন।”

নারী ফুটবলে বিনিয়োগ বাড়ছে, যা এই ধরনের ট্রান্সফারগুলো থেকেই স্পষ্ট। এর আগে জাম্বিয়ার রাচেল কুন্দানানজি ৭৮৮,০০০ ডলারে বেই এফসিতে যোগ দেন, যা তখন ছিল রেকর্ড। দ্রুতই সেটি ছাড়িয়ে যান গিরমা।

এছাড়া সম্প্রতি আফ্রিকার বর্ষসেরা ফুটবলার আসিসাত ওশোআলা বার্সেলোনা ছেড়ে যুক্ত হন সান ফ্রান্সিসকোভিত্তিক ক্লাব বেই এফসিতে।
সূত্র: আলজাজিরা

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...