17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

বাংলাদেশ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ২০ জুলাই

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

শ্রীলংকা সফর শেষ না হতেই ঘরের মাটিতে মাঠে নামছে লিটনদের দল। আগামী রোববার (২০ জুলাই) শুরু হচ্ছে তিন ম্যাচের টি‑টোয়েন্টি সিরিজ, যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ নির্ধারিত হয়েছে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগের সিরিজ জয়ী ১৬ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে শ্রীলংকা সফরে ভালো পারফর্ম করা একই স্কোয়াড রাখা হয়েছে। দল ঘোষণা করেছে: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ সফরে এসেছে একটি পরিচিত মুখবিহীন পাকিস্তান দল। টিমে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি। নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন টেস্ট অধিনায়ক সালমান আলী আগা। পাকিস্তানের স্কোয়াডে আছেন: আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মুকিম।

এই সিরিজে দর্শকদের আগ্রহ তুঙ্গে, কারণ সদ্য শেষ হওয়া সিরিজে দেখা গেছে বাংলাদেশের যেভাবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করেছে, তা ভারত-শ্রীলংকার মতো দলগুলোর বিপক্ষে৷ এখন প্রশ্ন, পাকিস্তানকে হারিয়ে আকাঙ্ক্ষিত ধারাবাহিকতা টিকিয়ে রাখতে পারবে কি লিটনরা? খ্যাতির পথে এবারের সিরিজ বেশ গুরুত্বপূর্ণ।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...