24 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

গয়নার বিজ্ঞাপনে নারীত্বকে আলিঙ্গন মোহনলালের, ভাইরাল ভিডিও দেখে দর্শকদের মুগ্ধতা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

সংলাপহীন বিজ্ঞাপন। মাত্র ১১০ সেকেন্ড। অথচ চোখের ভাষা, হাতের ভঙ্গিমা, শরীরী অভিব্যক্তি দিয়ে পর্দা জুড়ে যেন আগুন লাগালেন মোহনলাল । সম্প্রতি প্রকাশিত এক গয়নার বিজ্ঞাপনে ‘নারীত্ব’কে নিজস্ব ভঙ্গিতে উদযাপন করেছেন তিনি—আর তাতেই অভিভূত দর্শকরা। ভিডিওটি এখন ভাইরাল হয়ে গেছে।

হিরে জহরতের গয়না নিয়ে ওই বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন খ্যাতনামা বিজ্ঞাপন নির্মাতা প্রকাশ ভার্মা। মোহনলালের সঙ্গে তাঁর আবার পর্দা শেয়ার করে নেওয়ার মুহূর্তও রয়েছে, যা একরাশ উষ্ণতা ও রসিকতায় মোড়া।

বিজ্ঞাপনটি শুরু হয় একটি ফ্যাশন ফটোগ্রাফি শুটিংয়ের দৃশ্যে। অভিনেত্রী শিবানিকে হীরের গয়নায় সজ্জিত দেখে মোহনলালের দৃষ্টি আটকে যায় তাঁর দিকেই। কিন্তু পরের মুহূর্তেই ঘটে চমক— শিবানির গয়না হঠাৎ উধাও! গোটা টিমে হইচই শুরু হয়। শেষমেশ দেখা যায়, নিজের ভ্যানিটি ভ্যানে বসে সেই গয়নায় নিজেকে সাজিয়ে এক অপূর্ব নৃত্যাভিনয়ে মগ্ন মোহনলাল।

কোনও সংলাপ নেই, নেই জাঁকজমক ভিজ্যুয়াল এফেক্টও। কিন্তু তবুও এই অভিনয় যেন এক ‘মেডিটেটিভ ট্রান্স’। তাঁর প্রতিটি ঘুর্ণি, প্রতিটি ভঙ্গিমা, নারীত্বের কোমলতা আর শিল্পীত সংবেদনশীলতায় ভরা। একে কেউ বলেছেন ‘গ্রেসফুল’, কেউ আবার ‘ক্রিঞ্জ’—তবুও দারুণভাবে উপভোগ্য”।

ইন্টারনেট বলছে—‘এটাই তো লালেট্টান’। মালায়ালাম ছবিতে মোহনলাল এ নামেই পরিচিত। মোহনলালের ‘লাল’ আর মালায়ালাম ভাষায় ‘এট্টান’ মানে বড় দাদা। দুয়ে মিলে লালেট্টান।

এই অভিনয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় উঠেছে। এক্স-এ একজন লিখেছেন, “এটা শুধু লালেট্টানই করতে পারেন।” আরেকজন মন্তব্য করেছেন, “এই জন্যই তাঁকে বলা হয় দ্য কমপ্লিট অ্যাক্টর।”

এমন অভিনয়ের সাহস ও কৌশল মুষ্টিমেয় শিল্পীর পক্ষেই সম্ভব। আর মোহনলাল যেন ফের প্রমাণ করে দিলেন, অভিনেতা শুধু চরিত্র নয়—সামগ্রিক অনুভব। তিনি নিজেই এক শিল্পকর্ম। সূত্রঃদ্য ওয়াল

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...