21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

ওয়াসিমের সঙ্গে নতুন সম্পর্কের গুঞ্জন: পাক ইনফ্লুয়েন্সারের প্রতিক্রিয়া

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

ক্রিকেটার ইমাদ ওয়াসিম ও তার স্ত্রী সানিয়া আশফাকের বিচ্ছেদের গুঞ্জন আর তৃতীয় পক্ষের নাম হিসাবে সোশ্যাল মিডিয়ায় উঠে আসার পর বিষয়টি স্পষ্ট করলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নায়লা রাজা। সম্প্রতি লন্ডনে একটি দোকানের সামনে ইমাদের সঙ্গে থাকা ভিডিও ভাইরাল হওয়ার পর নানা কল্পকাহিনী ছড়ায়। নায়লা এই গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ ও ‘ভুল তথ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন।

নায়লা ইনস্টাগ্রামে একটি বিবৃতিতে বলেন, “আমি সাধারণত গুজবের জবাব দিই না, কিন্তু এবারের বিষয়টা অনেক দূর গিয়েছে। ইমাদের সঙ্গে আমার সেই ভিডিও একটি নিরীহ ইনস্টাগ্রাম স্টোরি ছিল, যা গোপন কিছু নয়। ভিডিওটি একটি অপটিক্যাল স্টোরের সামনে ধারণ করা হয়, যেখানে আমাদের সঙ্গে আরও অনেকে ছিলেন, যাদের ভিডিওতে দেখানো হয়নি।”

তিনি আরও বলেন, “আমি একজন নারী হিসেবেও সম্মান চাই, দয়া করে এমন কোনো বিষয়ে আমাকে জড়িয়ে না ফেলুন যার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। আমার পরিবারও সামাজিক মাধ্যমে বিভিন্ন আক্রমণের মুখে পড়েছে।”

ইমাদ ও সানিয়ার মধ্যে দূরত্বের গুঞ্জন তখনো অব্যাহত রয়েছে। সানিয়া ছেলের জন্মের পর একটি আবেগঘন পোস্ট দিয়েছেন, যেখানে ইমাদের নাম উল্লেখ নেই। এছাড়া সানিয়া তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ‘ইমাদের স্ত্রী’ পরিচয় ও তাঁর সঙ্গে ছবি সরিয়ে ফেলেছেন।

এ বিষয়ে ইমাদ ওয়াসিম এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে এ ঘটনার পর সামাজিক মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা ও সমালোচনা তীব্র হয়েছে। উল্লেখ্য, এর আগেও ইমাদের নাম এক আফগান নারীর সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কে আসে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...