21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

‘উন্নতির ধারা অব্যাহত থাকলে বিশ্বকাপে ভালো কিছু সম্ভব’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

মাত্র ১৩ দিনের ব্যবধানে এশিয়ার দুই বিশ্বকাপজয়ী দলের বিপক্ষে পরপর দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। টাইগারদের এমন দাপুটে পারফরম্যান্সে উচ্ছ্বসিত নির্বাচক আব্দুর রাজ্জাক।

তিনি মনে করেন, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করাও সম্ভব।

১০ থেকে ১৬ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ঘরের মাঠে সিরিজ জিতে ফিরেই ২০ ও ২২ জুলাই পাকিস্তানকে মিরপুরে দুই ম্যাচে হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। পাকিস্তানকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে হারানোর কৃতিত্বও নিজেদের ঝুলিতে তুলেছে টাইগাররা।

পাকিস্তানকে ১১০ ও ১২৫ রানে অলআউট করে যথাক্রমে ৭ উইকেট ও ৮ রানের জয় পায় বাংলাদেশ। এমন জয়ে দলের সম্মিলিত পারফরম্যান্সকে কৃতিত্ব দিলেন রাজ্জাক।

“সবাই মিলে ম্যাচগুলো জিতেছি। এটা ছিল সম্মিলিত প্রচেষ্টা। কেউ একা ভালো করে ম্যাচ জেতানো সম্ভব নয়,” বলেন রাজ্জাক।

তিনি আরও বলেন, “বিশ্বকাপ নিয়ে এখন চিন্তা করার কিছু নেই। আমরা চাই, যেসব খেলা সামনে আছে, সেগুলো ধাপে ধাপে খেলতে। উন্নতির ধারা অব্যাহত থাকলে, বিশ্বকাপেও ভালো কিছু হবেই।”

আগামীকাল শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচ জিতে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...