| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্কঃ
রাজধানীর গুলশানে সাবেক নারী সংসদ সদস্যের বাসায় চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় সংগঠনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
শনিবার (২৬ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে আটক পাঁচ ছাত্র নেতার একটি ছবি শেয়ার করে উমামা লেখেন, “এই ছেলেগুলো নেতাদের প্রটোকল দিত, সচিবালয় থেকে মিছিল-মিটিং, এমনকি মারামারি পর্যন্ত। গুলশান-বনানী গ্যাং কালচারের অভিযোগ বহুদিন ধরেই ছিল তাদের বিরুদ্ধে।”

তিনি আরও লেখেন, “ছবির রিয়াদ নামের ছেলেটি গত ডিসেম্বর রূপায়ন টাওয়ারে আমার সামনে উশৃঙ্খল আচরণ করে। মেয়েরা প্রতিবাদ করলে তাদের ওপর পাল্টা চড়াও হয়। পরে জানতে পারি তার বিরুদ্ধে আগেও হুমকি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।”
উমামা বলেন, “এই প্ল্যাটফর্মকে যারা সত্যিই বদলাতে চেয়েছিল, তারা এখন অসহায়। আজ যারা অবাক হচ্ছেন, তাদের জন্য বলি—এই প্রথমবার নয়, এবার ধরা পড়েছে বলেই সবাই দেখছে। এদের শেকড় অনেক গভীরে।”
প্রসঙ্গত, আটক পাঁচজনের মধ্যে তিনজনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

