21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডেল শান্তা পাল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

কলকাতায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পার্কস্ট্রিট থানার পুলিশ যাদবপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে তাকে। পার্কস্ট্রিট থানায় তার বিরুদ্ধে একটি মামলা দাযের করা হয়েছে। মামলা নং-১২৪।

পুলিশ জানিয়েছে, শান্তা পালের নামে ইস্যু করা কয়েকটি বাংলাদেশি পাসপোর্ট, রিজেন্ট এয়ারওয়েজের (বাংলাদেশ) আইডি কার্ড, ঢাকার মাধ্যমিক শিক্ষার প্রবেশপত্র, ভারতীয় আধার কার্ড, ভারতীয় ভোটার/এপিক কার্ড, রেশন কার্ড, বিভিন্ন ঠিকানার রেশন কার্ড পাওয়া যায় এবং সেগুলো জব্দ করা হয়।

জানা গেছে, কলকাতায় অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই ধরা পড়েছেন শান্তা পাল।

পুলিশ সূত্রে খবর, ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। তবে বিভিন্ন জায়গায় ভিন্ন-ভিন্ন ঠিকানা দিয়ে থাকতেন তিনি।

‘ব্যাচেলর ইন ট্রিপ’ ছবিতে নাকি বড়পর্দায় অভিষেক হয়েছিল তার। এছাড়াও তামিল ছবি ‘ইয়েরালাভা’ ছবিতে কাজ করেছিলেন তিনি। যে ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন বিশ্বনাথ রাও। তা ছাড়া বাংলাদেশের নানা প্রজেক্টে কাজ করেছিলেন তিনি।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেনছিলেন শান্তা পাল।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...