26 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫

গ্যালারিতে সমর্থকদের ছাড়াই বিশ্বকাপে খেলতে হবে ব্রাজিলকে!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

আগামী বছরের ১১ জুন শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ, যার আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ—বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিলকে হয়তো গ্যালারিতে সমর্থকদের ছাড়া খেলতে হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যকার চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে ব্রাজিলিয়ান সমর্থকদের ভিসা পেতে জটিলতা তৈরি হতে পারে। এমনকি ভিসা নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিষেধাজ্ঞা বিশ্বকাপ চলাকালীন সময়েও কার্যকর থাকতে পারে।

ইতোমধ্যেই ওয়াশিংটনে সফররত কিছু ব্রাজিলিয়ান সিনেটরকে সীমিত মেয়াদের ভিসা দেওয়া হয়েছে, যা ভবিষ্যতের সংকটের ইঙ্গিত বহন করে। ফলে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো কিংবা রাফিনিয়াদের খেলা মাঠে বসে দেখার সুযোগ হয়তো হাতছাড়া হতে যাচ্ছে ব্রাজিলীয় সমর্থকদের জন্য।

এদিকে ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে ভিসা বিষয়ে কোনো মন্তব্য না করলেও আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে উদ্বেগ বাড়ছে। ফুটবলবিশ্বে ব্রাজিলের জনপ্রিয়তা সর্বোচ্চ পর্যায়ে। প্রতি বিশ্বকাপে তাদের ম্যাচে গ্যালারি থাকে কানায় কানায় পূর্ণ।

২০১৯ কোপা আমেরিকার পর কোনো বড় শিরোপা না জিতলেও, বর্তমান স্কোয়াড তারকা খেলোয়াড়ে ঠাসা। ফলে বিশ্বকাপে ব্রাজিলের কাছ থেকে আশা যেমন তুঙ্গে, তেম

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...