19.6 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫

বিসিবির দুর্নীতি দমন বিভাগে নিয়োগ পেলেন আইসিসির মার্শাল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

আইসিসির দুর্নীতি দমন বিভাগের প্রধান হিসেবে কাজ করা অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিট বা বিসিবির দুর্নীতি দমন বিভাগে পরামর্শক হিসেবে এক বছর কাজ করবেন।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বোর্ড সভা শেষে বিসিবি সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমাদের মনে হয়েছে, দুর্নীতি দমন সংক্রান্ত কার্যক্রম বাড়ানো দরকার। যে কারণে আমরা এক বছরের জন্য মার্শালকে নিয়োগ দিয়েছি।’

তিনি জানিয়েছেন, নানা সময় বাংলাদেশের ক্রিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিসিবি তাই দুর্নীতি দমন ইউনিট শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। ওই বিভাগে যাতে ট্রেনিং দেওয়া যায় সেজন্য একজন দক্ষ ট্রেনার তারা নিয়োগ দিয়েছেন।

মিঠু বলেন, ‘আমরা ক্রিকেট দুর্নীতির বিষয়ে নানা অভিযোগ পাচ্ছি। সেজন্য আমরা মানবসম্পদ বাড়ালাম। আমাদের দুর্নীতি দমন কার্যক্রম বাড়ালাম। কারণ আমরা মনে করি, এই জায়গাটা আমাদের শক্তিশালী করা দরকার। তিনি আইসিসির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আসছেন।’

সভা শেষে বিসিবি থেকে এও জানিয়েছে, আগামী বিপিএলে নজর রাখবে আইসিসি দুর্নীতি দমন ইউনিট। তারা সামগ্রীক চিত্র দেখভাল করবে। গত মৌসুমে বিপিএলে ফিক্সিং নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। বিসিবি ফিক্সিং তদন্তে স্বাধীন কমিটি গঠন করেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...