17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

ভারতের ঘরোয়া ক্রিকেটে নতুন নিয়ম চালু করছে বিসিসিআই

জনপ্রিয়
খবরের দেশ ডেস্ক :
ভারতের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই ঘরোয়া ক্রিকেটে একটি নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। আগামী ২০২৫-২৬ মৌসুম থেকে ম্যাচ চলাকালীন সময়ে গুরুতর চোট পাওয়া খেলোয়াড়ের বদলে বদলি খেলোয়াড় নামানোর সুযোগ থাকবে। ‘গুরুতর চোটজনিত বদলি’ নামে পরিচিত এই নিয়মটি প্রথম কার্যকর হবে দুলীপ ট্রফিতে এবং রঞ্জি ট্রফির মতো লম্বা সংস্করণের ক্রিকেটেও এটি প্রযোজ্য হবে।
এখন থেকে, ম্যাচ চলাকালীন সময়ে গুরুতর চোট পাওয়া খেলোয়াড়ের বদলি নামানো যাবে, তবে এটি নির্দিষ্ট শর্তের ভিত্তিতে হবে। বদলি খেলোয়াড়টি স্কোয়াডে থাকা কিন্তু একাদশে না থাকা খেলোয়াড় হতে হবে এবং তার চোট পাওয়া খেলোয়াড়ের মতোই হতে হবে (ব্যাটারের জন্য ব্যাটার, বোলারের জন্য বোলার, উইকেটকিপারের জন্য উইকেটকিপার)। তবে, এ জন্য ম্যাচ রেফারির অনুমোদন নিতে হবে এবং চিকিৎসকের প্রতিবেদন অনুযায়ী, চোটটি গুরুতর হতে হবে।
বিসিসিআই জানিয়েছে যে, বদলি খেলোয়াড় নামানোর শর্তে, চোটটি ম্যাচ চলাকালীন সময়ে ঘটতে হবে এবং বাহ্যিক আঘাত হতে হবে, যেমন: বলের আঘাতে হাড় ভেঙে যাওয়া বা গভীর ক্ষত। অভ্যন্তরীণ চোট, যেমন: হ্যামস্ট্রিংয়ে টান, এই নিয়মের আওতায় পড়বে না।
বিশেষ শর্ত হিসেবে বলা হয়েছে, যদি উইকেটকিপার গুরুতর চোট পায় এবং মনোনীত বদলি খেলোয়াড়ের তালিকায় কোনো কিপার না থাকেন, তবে রেফারি বাইরের একজন উইকেটকিপার খেলানোর অনুমোদন দিতে পারবেন। ম্যাচের পরিসংখ্যানে বদলি নামানো খেলোয়াড়ও ম্যাচে অংশগ্রহণকারী হিসেবে গণ্য হবে।
এই সিদ্ধান্তটি মূলত অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ম্যানচেস্টার টেস্টে রিশভ পন্তের ভাঙা পায়ে ব্যাট করা এবং দ্য ওভালে ইংল্যান্ডের ক্রিস ওকসের কাঁধের চোট নিয়ে মাঠে নামার প্রেক্ষিতে নেওয়া হয়েছে। ওই দুই টেস্টে দুটি দলই কার্যত ১১ জনের বিপক্ষে ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয়েছিল, যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছিল। বিসিসিআইয়ের আলোচনার পর দ্রুত নতুন নিয়মটি যোগ করা হয়েছে।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কেবল কনকাশন ও কোভিড-১৯ আক্রান্ত খেলোয়াড়ের জন্য বদলি খেলোয়াড় নামানোর সুযোগ ছিল। তবে, আইসিসি জানিয়েছে যে, সদস্য দেশগুলো ঘরোয়া প্রতিযোগিতায় গুরুতর চোটে বদলির নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করতে পারে। ভারতের কোচ গৌতম গম্ভীর এই নিয়মের পক্ষে থাকলেও, ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস মনে করেন, নিয়মটির অপব্যবহারের ঝুঁকি থাকতে পারে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...