17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

অ্যাঙ্কেলের চোটে গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক:
কেয়ার্নসে প্রথম ওয়ানডের আগে দলের সঙ্গে মাঠে এলেন কাগিসো রাবাদা। তবে সতীর্থদের সঙ্গে ওয়ার্ম-আপে দেখা গেল না তাকে। কিছুক্ষণ পরই এলো হতাশার খবর— অ্যাঙ্কেলের চোটে গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।
মঙ্গলবার ম্যাচ শুরুর ঠিক আগে সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
৩০ বছর বয়সী এই পেসার সিরিজের আগে টি-টোয়েন্টি দলে নিয়মিত খেললেও কবে, কীভাবে চোট পেয়েছেন সে বিষয়ে কিছু জানায়নি বোর্ড।

 

তবে ১৬৪ ওয়ানডে উইকেট শিকারি রাবাদা দলের সঙ্গেই থাকবেন অস্ট্রেলিয়ায়। পুনর্বাসন প্রক্রিয়ায় নজর রাখবেন দলের চিকিৎসকরা।

তার অনুপস্থিতিতে আগেই স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ বাঁহাতি পেসার কোয়েনা মাফাকা।

সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৯ উইকেট নিয়েছেন ১৯ বছর বয়সী এই পেসার। ওয়ানডে অভিষেক হয়েছে ২ ম্যাচে, নিয়েছেন ৫ উইকেট। তবে প্রথম ওয়ানডেতে সুযোগ মেলেনি তার।
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ গড়েছেন নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি আর পেস বোলিং অলরাউন্ডার ভিয়ান মুল্ডার।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...