17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

১০ হাজার সেবা প্রার্থীর আবেদন, আলো ছড়াচ্ছে ওবিটি’র অনলাইন বাস পারমিশন সেবা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
মফস্বল ডেস্ক:

কক্সবাজার, ২২ আগস্ট ২০২৫:

ভিন্নধর্মী উদ্ভাবন এবং জনবান্ধব কার্যক্রমের জন্যে পরিচিত পুলিশ কর্মকর্তা জসিম উদ্দীন চৌধুরীর সাম্প্রতিক প্রচেষ্টা অনলাইন বাস টার্মিনাল (OBT) । কক্সবাজারে চালু হওয়া অনলাইন বাস টার্মিনাল (OBT) যাত্রী ও পর্যটকদের ভ্রমণকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করেছে। আজ এই ডিজিটাল সেবায় ১০ হাজার আবেদনের মাইলফলক অতিক্রম করেছে, যা কক্সবাজার জেলা পুলিশের একটি যুগান্তকারী সাফল্য।

কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে চালু হওয়া এ ডিজিটাল সেবার মাধ্যমে পর্যটকবাহী বাসগুলো অনলাইনে অনুমতি নিয়ে শহরে প্রবেশ করছে। এর ফলে যানজট ও বিশৃঙ্খলা হ্রাস পেয়েছে, বাসগুলো নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট স্থানে অবস্থান করছে। ফলে পর্যটকদের হোটেলে পৌঁছানো আরও সহজ ও ঝামেলাহীন হয়েছে। অনলাইন বাস টার্মিনাল এর ওয়েবসাইট www.obtbd.com এ প্রবেশ করে ট্যুরিস্ট বাস শহরে প্রবেশের জন্য নির্ধারিত তথ্য পূরণ করে আবেদন করলে ১ থেকে ২মিনিটের মধ্যে আবেদনকারীর মোবাইলে অনুমোদনের মেসেজ চলে আসে। উক্ত মেসেজে অনুমোদনের নাম্বার ও পার্কিং উল্লেখ থাকে। আবেদন অনুমোদিত না হলে উক্ত মেসেজে অনুমোদন না হওয়ার কারণও উল্লেখ থাকে। শহরের সামগ্রিক ট্রাফিক প্রবাহ ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণে থাকে।

যাত্রিসেবা নিশ্চিত করতে বাসগুলোতে সাঁটানো হয়েছে ওবিটি স্টিকার
যাত্রিসেবা নিশ্চিত করতে বাসগুলোতে সাঁটানো হয়েছে ওবিটি স্টিকার
গত বছরের পর্যটন দিবস অর্থাৎ ২৭ সেপ্টেম্বর ২০২৪খ্রিস্টাব্দ চালু হওয়া এই ডিজিটাল সিস্টেমে ১১ মাসে ১০ হাজার অনলাইন আবেদন গৃহীত হয়েছে। বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, কর্পোরেট গ্রুপ, ট্রাভেল গ্রুপ ওবিটি’র এই সেবা গ্রহণ করেছেন।

পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতেও OBT গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুমোদিত বাস চলাচল করায় যাত্রীরা পাচ্ছেন ভরসা ও নিরাপত্তা, পাশাপাশি পূর্বনির্ধারিত সময়সূচি মেনে চলায় যাত্রা হচ্ছে আরামদায়ক ও সময়সাশ্রয়ী। আগে বাস শহরে ঢুকতে না পেরে দূরে নামিয়ে দিলে যাত্রীদের অতিরিক্ত খরচ ও ভোগান্তি পোহাতে হতো, এখন সেই সমস্যার সমাধান হয়েছে।

কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফউদ্দিন শাহীন বলেন, “পর্যটন নগরীর মান উন্নয়ন ও পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতেই অনলাইন বাস টার্মিনাল চালু করা হয়েছে। ইতোমধ্যে এটি পর্যটক ও পরিবহন কর্তৃপক্ষের আস্থার প্রতীক হয়ে উঠেছে।”
ওবিটি’র সেবা শুধু কক্সবাজারে যানবাহন নিয়ন্ত্রণই করছে না, বরং সমগ্র পর্যটন ব্যবস্থাপনাকে আধুনিক, নিরাপদ ও পর্যটকবান্ধব করে তুলছে। এর ফলে কক্সবাজারের মান আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল হবে বলে আশা করা যায় ।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...