- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
বিনোদন ডেস্ক :
ভারতের দক্ষিণি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় এবার সরাসরি রাজনৈতিক ময়দানে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপিকে। নরেন্দ্র মোদির দলকে তিনি অভিহিত করেছেন ‘ফ্যাসিবাদী বিজেপি’ হিসেবে। ঘোষণা দিয়েছেন, আদর্শগত এই শত্রুর বিরুদ্ধে তাঁর লড়াই হবে এককভাবে।
গতকাল বৃহস্পতিবার মাদুরাইয়ের পারাপাথিতে অনুষ্ঠিত তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে এই ঘোষণা দেন বিজয়। আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এটাই ছিল তাঁর দলের অন্যতম বড় শোডাউন।
সম্মেলনে বিজয় বলেন, ‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। তামিলাগা ভেট্রি কাজাগাম কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া চক্র নয়, কোনো দলকেও ভয় পায় না। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। আসুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।’

