বিনোদন ডেস্ক :
প্রথম পরিচিতি আসে লিরিল সাবানের বিজ্ঞাপনে মডেল হয়ে,
তারপর মনি রত্মম এর “দিল সে” সিনেমায় শাহরুখ ও মনিষার পাশে ঠিকই নজর কাড়েন।
আব্বাস-মাস্তানের “সোলজার” সিনেমায় ববি দেওলের বিপরীতে গালে টোল পড়া হাসিতে মুগ্ধ করেন তিনি।
সেই বছর অনেক নবাগতা আসলেও বলিউডে, তিনিই জিতে নেন সেরা নবাগতার পুরস্কার।
এরপর অনেক ছবি দিয়ে তিনি মুগ্ধ করেছেন বলিউডের দর্শক দের, শোপিস হননি কখনোই।
একাধিক নায়িকার উপস্থিতির ছবিতেও নিজের অভিনয় দক্ষতা ও সৌন্দর্য দিয়ে সুনাম কুড়িয়েছেন।
কেয়া কেহনা,দিল হে তুমহারা,হার দিল জো পেয়ার কারেগা,চোরি চোরি চুপকে চুপকে,বীরজারা,কাল হো না হো,কিংবা কুই মিল গায়া
প্রীতি’তে আপনাকে মুগ্ধ হতেই হবে।
তবে,
তাকে প্রপার ব্যবহার করা হয়নি।তার যা গুণ ছিল তাকে নিয়ে অনেক কিছুই হতে পারতো।
আরো ২০+ মান সম্মত রোমান্টিক ছবি ডিজার্ব করে এই ডিম্পল কুইন।
মনি রত্মমের ” দিল সে ” দিয়ে অভিষেক হওয়া প্রীতির আজ বলিউডে ২৭ বছর পূর্ণ হয়েছে।