22 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫

প্রীতির গালে টোল পড়া হাসিতে মুগ্ধ হয়ে প্রেমে পড়েছে কোটি কোটি হৃদয়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :
প্রথম পরিচিতি আসে লিরিল সাবানের বিজ্ঞাপনে মডেল হয়ে,
তারপর মনি রত্মম এর “দিল সে” সিনেমায় শাহরুখ ও মনিষার পাশে ঠিকই নজর কাড়েন।
আব্বাস-মাস্তানের “সোলজার” সিনেমায় ববি দেওলের বিপরীতে গালে টোল পড়া হাসিতে মুগ্ধ করেন তিনি।
সেই বছর অনেক নবাগতা আসলেও বলিউডে, তিনিই জিতে নেন সেরা নবাগতার পুরস্কার।
এরপর অনেক ছবি দিয়ে তিনি মুগ্ধ করেছেন বলিউডের দর্শক দের, শোপিস হননি কখনোই।
একাধিক নায়িকার উপস্থিতির ছবিতেও নিজের অভিনয় দক্ষতা ও সৌন্দর্য দিয়ে সুনাম কুড়িয়েছেন।
কেয়া কেহনা,দিল হে তুমহারা,হার দিল জো পেয়ার কারেগা,চোরি চোরি চুপকে চুপকে,বীরজারা,কাল হো না হো,কিংবা কুই মিল গায়া
প্রীতি’তে আপনাকে মুগ্ধ হতেই হবে।
তবে,
তাকে প্রপার ব্যবহার করা হয়নি।তার যা গুণ ছিল তাকে নিয়ে অনেক কিছুই হতে পারতো।
আরো ২০+ মান সম্মত রোমান্টিক ছবি ডিজার্ব করে এই ডিম্পল কুইন।
মনি রত্মমের ” দিল সে ” দিয়ে অভিষেক হওয়া প্রীতির আজ বলিউডে ২৭ বছর পূর্ণ হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...