18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

দুর্দান্ত এক জয়ে জার্মান বুন্দেসলিগা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলা ডেস্ক :
দুর্দান্ত এক জয়ে জার্মান বুন্দেসলিগা মৌসুম শুরু করেছে গত আসরের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। মৌসুমের প্রথম লিগ ম্যাচেই হ্যাটট্রিক করেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। সঙ্গে মাইকেল অলিসের ডাবলে আরবি লাইপজিগের বিপক্ষে ৬-০ গোলে জিতেছে বাভারিয়ানরা।
শুক্রবার রাতে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলের লিড নেয় বায়ার্ন। প্রথম গোলটি করেন ফ্রান্স মিডফিল্ডার মাইকেল ওলিস। ২৭ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন তিনি। ৩২ মিনিটে দলের দ্বিতীয় এবং বায়ার্নের জার্সিতে প্রথম লিগ গোল করেন লিভারপুল থেকে বায়ার্নে যাওয়া কলম্বিয়ান তারকা লুইস দিয়াজ।
ফ্রেঞ্চ প্লে মেকার ওলিস ৪২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে ফেলেন কেইন।
ম্যাচের ৬৪ মিনিটে নিজের প্রথম ও দলের চতুর্থ গোল করে সাবেক টটেনহ্যাম স্ট্রাইকার। ৭৪ মিনিটে গোল করেন তিনি। ৭৮ মিনিটে দলের ষষ্ঠ ও নিজের তৃতীয় গোল করেন জার্মান লিগে যোগ দিয়ে গত মৌসুমে ক্যারিয়ারের প্রথম শিরোপার স্বাদ পাওয়া কেইন।
এক গোল করলেও ম্যাচে দারুণ খেলেছেন দিয়াজ। তিনি দুই গোলে সহায়তাও দিয়েছেন। এছাড়া রাইট উইঙ্গ পজিশনে খেলে জার্মান তারকা সের্গি গিনাব্রি দুই গোলে সহায়তা দিয়েছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...