মোস্তফা কামাল মামুন,
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মোসলেম উদ্দিন (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোসলেম উদ্দিন নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের নতুন গোবদ্ধধনের কুটি, কান্দুরারহাট সংলগ্ন এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, গ্রামে রাস্তা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন মোসলেম উদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলে জানিয়েছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। তিনি বলেন, “ঘটনার পরপরই একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”